এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

তৃণমূলের পথেই কংগ্রেস। ডোমকলে তৃণমূল সদস্যকে দলে টেনে পঞ্চায়েত দখলের চেষ্টা

Published on: August 3, 2023

নিজস্ব সংবাদদাতা, বহরমপুরঃ  ডোমকলে তৃণমূলের জুতোতেই পা গলাল কংগ্রেস । কংগ্রেস, তৃণমূল , বিজেপি থেকে জিতে প্রার্থীদের তৃণমূলে যোগ দানের মাঝেই উলটপূরাণ ডোমকলে। তৃণমূল থেকে জিতে কংগ্রেসের যোগ দিলেন ডোমকলের মধুরকুল গ্রাম পঞ্চায়েতের এক সদস্য। এই পঞ্চায়েতের মোট আসন ১৬। পঞ্চায়েত ভোটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনও দল। ৮ আসনে জেতে তৃণমূল, ৭ টি আসনে জেতে কংগ্রেস, ১ টি আসনে জেতেন সিপিআই(এম) প্রার্থী। এর মধ্যেই জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী রাফিজা বিবি যোগ দিলেন  কংগ্রেসে। দলের ঘোষিত নীতি মেনেই এই পঞ্চায়েতে কংগ্রেসকে সমর্থন করারার কথা সিপিআই(এম)’এর জয়ী সদস্যের। এবার তৃণমূল থেকে ১ সদস্য কংগ্রেসে আসায় ১৬ আসনের পঞ্চায়েতে, কংগ্রেসের পক্ষে থাকবে ৯ জন। পঞ্চায়েত গঠনে এগিয়ে গেল কংগ্রেস। বৃহস্পতিবার বহরমপুরে জাতীয় কংগ্রেসের কার্যালয়ে এসে প্রাক্তন কংগ্রেস বিধায়ক , কংগ্রেস নেতা মনোজ চক্রবর্তীর হাত থেকে জাতীয় কংগ্রেসের দলীয় পতাকা তুলে নেন তিনি। যদিও এই বিষয়ে কোন খবর নেই বলেন বহরমপুর, মুর্শিদাবাদ  জেলা তৃণমূল সভাপতি শাওনি সিংহ রায়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now