নিজস্ব সংবাদদাতা, বহরমপুরঃ রবিবার সারাংপুর তৃণমূল অঞ্চল সভাপতি বাসির মোল্লাকে জেল হেফাজতে পাঠাল মুর্শিদাবাদ জেলা আদালত। শনিবার ডোমকলে আগ্নেয়াস্ত্র সহ হাতে নাতে তৃণমূল অঞ্চল সভাপতি বাসির মোল্লাকে গ্রেফতার করে পুলিশ। ডোমকলে নমিনেশনের উত্তেজনার মাঝেই এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র ও চার রাউন্ড গুলি। আগ্নেয়াস্ত্র সহ ধরা পড়ায় তাঁর বিরুদ্ধে 25(1- B) Arms Act লাঘু হলেও তাঁকে পুলিশ হেফাজতে না চেয়েই রবিবার বহরমপুরে জেলা আদালতে পাঠায় পুলিশ। অভিযুক্তের আইনজীবী জামিনের আবেদন করলেও বিচারক তা নাকচ করে দেন। অভিযুক্ত বাসির মোল্লাকে একদিনের জেল হেফাজতের নির্দেশ দেন জেলা আদালতের বিচারপতি।
কোমরে ছিল বন্দুক! জেল হেফাজতে ডোমকলের তৃণমূল নেতা বাসির মোল্লা
Published By: Madhyabanga News |
Published On:
