Domkal TMC Joining  ছিলেন সেলিম অধীরের প্রচারেও এবার তৃণমূলে

Published By: Madhyabanga News | Published On:

Domkal TMC Joining  কেউ ছিলেন সিপিএমে, কেউ কংগ্রেসে। এবার যোগ দিলেন তৃণমূলে ।  ডোমকলে বাম ও কংগ্রেস শিবিরে ভাঙ্গন ধরাল তৃণমূল।  বিধায়ক জাফিকুল ইসলামের  হাত ধরে তৃণমূলে যোগ দিলেন ডোমকল পঞ্চায়েত সমিতির সিপিএম  কংগ্রেসের দুই পঞ্চায়েত সদস্য সহ কংগ্রেস নেতৃত্ব । মুর্শিদাবাদ লোকসভায় সিপিএমের টিকিটে প্রার্থী হয়েছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক  মহম্মদ সেলিম Md Salim । তাঁর হয়ে প্রচারে এসেছেন কংগ্রেসের অধীর চৌধুরী Adhir Ranjan Chowdhury । কংগ্রেস, সিপিএম কর্মী হিসেবে সেই প্রচারে অংশ নিয়েছিলেন এদিনের যোগদানকারীরা।   গত লোকসভা ভোটে মুর্শিদাবাদে ভালোই ফল করেছে তৃণমূল । ডোমকল বিধানসভা এলাকাতেই তৃণমূল বাম কংগ্রেস জোটের থেকে অনেকটাই এগিয়ে। মুর্শিদাবাদ লোকসভার ডোমকল পঞ্চায়েত সমিতির সিপিএমের প্রতীকে জেতা সরিফুল ইসলাম এবং কংগ্রেসের টিকিটে জেতা  সেন্টু রহমান জাফিকুল ইসলামের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ডোমকল ব্লক তৃণমূল কার্যালয়ে দুই জনপ্রতিনিধি ছাড়াও কংগ্রেসের ব্লক ও অঞ্চলস্তরের নেতৃত্বও তৃণমূলে যোগদান করেন।

 

ডোমকলের বিধায়ক জাফিকুল ইসলামের দাবি, মানুষের চেতনা ফিরতে দেরি হয়। তাই যোগদান কিছুটা দেরি হয়েছে। তৃণমূলের পঞ্চায়েতে উন্নয়ন হচ্ছে। অন্যদলের জনপ্রনিধিরা দেখছেন, এলাকায় উন্নয়নের সুযোগ নেই। তাই যোগদান। যোগদানকারীদের দাবি মানুষের জন্য উন্নয়নের কাজ করতেই তাদের দলত্যাগ। যদিও ডোমকলের ব্লক কংগ্রেসের সভাপতি তহিদুল ইসলামের দাবি,  মানুষের নয় নিজেদের উন্নয়ন করতেই এই যোগদান।