ডোমকলে বাঁশ বাগানে বোমার চাষ ! ফের অশান্তির আঁচ ?

Published By: Madhyabanga News | Published On:

মামুন আব্দুল কায়েমঃ  ডোমকলঃ ভোট আসতেই অশান্তির আঁচ ডোমকলে।  রাতের অন্ধকারে বোমা ডোমকলে বাঁধা হচ্ছিল বোমা। সাত সকালেও ডোমকলের বাগডাঙ্গা মুরারীপুর এলাকায় স্কুল লাগোয়া  বাগানে পড়ে থাকতে দেখা গেল বোমা, বোমার মশলা, বোমা তৈরীর সরঞ্জাম। স্থানীয়  তৃণমূল কর্মীদের দাবি, রাতেই তারা দেখেন বোমা বাঁধা হচ্ছে একটি বাঁশ বাগানে।  বোমা বাঁধা হচ্ছিল দেখে খবর দেন পুলিশে।   । তৃণমূল কর্মীদের আরও দাবি,   দুষ্কৃতীরা চম্পট  দেয় তৃণমূল কর্মীদের দেখেই । পুলিশকে খবর দেওয়ায় মুরারীপুরে আসে ডোমকল থানার পুলিশ।  ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বোমা,  বোমা তৈরীর প্রচুর মশলা  ও বিভিন্ন  সামগ্রী।  ডোমকলের বাগডাঙ্গা মুরারীপুর এলাকায় ছড়িয়েছে উত্তেজনা । এলাকাটি ঘিরে রেখেছে ডোমকল থানার পুলিশ ।  কে বা কারা এই বোমা বাঁধছিল তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ। ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মধুরকুল অঞ্চল তৃণমূল সভাপতি বাবু মন্ডলের অভিযোগ,  , রাতে প্রচারে বেড়িয়েছিলেন তৃণমূল কর্মীরা। সেই সময় স্কুলের সামনে এক ব্যক্তিকে বসে থাকতে দেখা যায়। সেই ব্যক্তি নাকি প্রশ্ন শুনেই চম্পট দেয়। তৃণমূল কর্মীদের অভিযোগ, বাগানের মধ্যে বাঁধা হচ্ছিল বোমা। খবর দেওয়া হয় ডোমকল থানায়। ঘটনায় কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল। যদিও স্থানীয় কংগ্রেস কর্মীদের দাবি, রাতে রাস্তায় ঘুরছিল তৃণমূলের নেতারা। অশান্তির আশঙ্কায় বাইরে যান নি তারা। তৃণমূলের বিরুদ্ধেই চক্রান্তের অভিযোগ করছেন কংগ্রেস কর্মীরা।