নিজস্ব সংবাদদাতা, ডোমকলঃ ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার মুর্শিদাবাদে। বুধবার সন্ধ্যায় ডোমকলের গড়াইমারি বাজারে তল্লাশি চালিয়ে দুই ব্যক্তিকে গ্রেফতার করে ডোমকল থানার পুলিশ। ধৃত উমর মন্ডল ও এমাজুদ্দিন মন্ডোল ডোমকলের নিশ্চিন্তপুর ফরাজিপাড়ার বাসিন্দা। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ২ টি দেশি বন্দুক ও ৩ রাউন্ড গুলি। বুধবারই ডোমকল থানায় দায়ের হয়েছে এফআইআর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুলিশের কাছে আগেই খবর ছিল আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরা করছেন ওই দুই ব্যক্তি। সেই মতোই সন্ধ্যায় গড়াইমারি বাজারে হানা দেয় পুলিশ। হাতেনাতে গ্রেফতার করা হয় দু’জনকে। বৃহস্পতিবার ওই দুই ব্যক্তিকে আদালতে পেশ করবে পুলিশ। কেন আগ্নেয়াস্ত্র রেখেছিল ওই দুই যুবক ? কীভাবে পেয়েছিল আগ্নেয়াস্ত্র ? সব দিকে তদন্ত করে দেখছে পুলিশ। ধৃতদের ৫ দিনের পুলিশ হেফাজত চাওয়া হয়েছে
বন্দুক নিয়ে ডোমকলের গড়াইমারি বাজারে দুই ব্যক্তি, ঠাঁই হাজতে
Published By: Madhyabanga News |
Published On:
