Domkal News ফের পিস্তল, গুলি উদ্ধার ডোমকলে, পুলিশের জালে ২ কারবারি

Published By: Imagine Desk | Published On:

Domkal News   যত কাণ্ড ডোমকলেই! ধারাবাহিকভাবে পুলিশের অভিযান যেমন চলছে, তেমনই উদ্ধার হচ্ছে একের পর এক পিস্তল, গুলি। ফের  ডোমকলে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করল পুলিশ। পুলিশের জালে ধরা পড়ল দুই অস্ত্র কারবারি। ধৃতরা ডোমকল থানা এলাকারই বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে। ডোমকল থানা সুত্রে আরও জানা গেছে কীভাবে ধরা হল অস্ত্র কারবারিদের।

Domkal News  গোপন সুত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে ডোমকলের ছাগলখালি মাঠ এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় দুজনকে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় একটি দেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি। ধৃত ইনতাজুল সেখ ও রাজু মণ্ডলকে বুধবার সাত দিনের পুলিশ হেফাজতে চেয়ে বহরমপুরে সিজেএম আদালতে পাঠায় ডোমকল থানা। পুলিশের সুত্রে আরও জানা গেছে, ধৃতদের মধ্যে একজন আগ্নেয়াস্ত্র তৈরিতে যুক্ত। এই আগ্নেয়াস্ত্র কোথায় যাওয়া হচ্ছিল! র‍্যাকেট কতদূর বিস্তৃত! ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চালাচ্ছে ডোমকল থানার তদন্তকারী অফিসাররা।