Domkal News জুয়ারিদের ধরতে গিয়ে আক্রান্ত খোদ পুলিশ! তীব্র চাঞ্চল্য ডোমকলে

Published By: Imagine Desk | Published On:

Domkal News   বুধবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল মুর্শিদাবাদে ডোমকলে। নদীর ধারে জুয়ারিদের ঠেকে পুলিশ হানা দিতেই গন্ডগোলের সূত্রপাত। জুয়ারিদের ধরতে গিয়ে আক্রান্ত ডোমকল থানার এক পুলিশ কর্মী। অন্যদিকে পুলিশ দেখে নদীতে ঝাঁপ দেয় এক জুয়ারি। স্থানীয় সুত্রে জানা গেছে, ডোমকলে ভৈরব নদীর পাশে বসে জুয়া খেলছিল পাঁচ যুবক। গোপন সূত্রে খবর পেয়ে সেখানেই হানা দেয় পুলিশ। পুলিশের তাড়া খেয়ে বাকিরা পালালেও দলছুট এক জুয়ারি নদীতে পড়ে যায়। স্থানীয়দের দাবি, ডোমকলের দিক থেকে নওদার দিকে সাঁতরে যাওয়ার সময় মাঝ নদীতে তলিয়ে যায় ঐ যুবক।  নওদার বাসিন্দা ঐ যুবকের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। নদীর ধারে অসংখ্য মানুষের ভিড়।

Domkal News   একদিকে পুলিশের বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তুলছেন স্থানীয়দের একাংশ। অন্যদিকে পুলিশ কর্মীকে অপহরণ করে নিয়ে যাওয়ার চাঞ্চল্যকর অভিযোগ স্থানীয়দের একাংশের বিরুদ্ধে। দীর্ঘক্ষণ আক্রান্ত পুলিশ কর্মীকে নওদায় আটকে রাখা হয় বলেও অভিযোগ। পরে বিরাট পুলিশ বাহিনী গিয়ে ওই পুলিশ কর্মীকে উদ্ধার করে। পরিস্থিতি আয়ত্তে এলেও এলাকায় রয়েছে চাপা উত্তেজনা।