Domkal News মুর্শিদাবাদের ডোমকলে এবার এক ব্যক্তির বাড়িতেই কার্যত আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার হদিশ। বুধবার রাতে ডোমকল থানার গড়াইমারির নিশ্চিন্দপুর দার পাড়ায় হানা দেয় ডোমকল থানার পুলিশ Domkal Police Station । সঙ্গে ছিল মুর্শিদাবাদ পুলিশের Murshidabad District Police স্পেশাল অপারেশন গ্রুপ। যৌথ হানা চলে সিরাজ মন্ডল নামের এক ব্যক্তির বাড়িতেই। দেখা যায় বাড়িতেই আগ্নেয়াস্ত্র তৈরির কারখানা খুলে বসেছেন ওই ব্যক্তি।
Domkal News বাড়িতেই তৈরি হচ্ছিল বন্দুক। ধৃতের বাড়ি থেকে চল্লিশ হাজার টাকার জাল নোটও উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে ১ টা রাইফেল, ৩ রাউন্ড গুলি । একটা পাইপ গান ও পাইপ গানের ৯ রাউন্ড গুলি। আধাতৈরি অবস্থায় উদ্ধার হইয়েছে ১২ টা পাইপগান । বন্দুক তৈরির জন্য ব্যবহার করা হচ্ছিল হাইড্রলিক পাইপ, ড্রিল মেশিন, কাটিং মেশিন, এয়ার ব্লোওয়ার , বন্দুকের ছাঁচ, ব্লেড। সেসবও বাজেয়াপ্ত করেছে পুলিশ। অস্ত্র তৈরির জন্য ব্যবহৃত একাধিক সরঞ্জাম আটক করেছে পুলিশ।