Domkal News আবারও আগ্নেয়াস্ত্র উদ্ধার, পুলিশের অভিযানে ধৃত এক

Published By: Imagine Desk | Published On:

Domkal News  মুর্শিদাবাদেডোমকলে আবারও আগ্নেয়াস্ত্র উদ্ধার। গ্রেফতার এক। সোমবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে ডোমকলের কামুরদিয়ার কালিতলা এলাকায় অভিযান চালায় ডোমকল থানার পুলিশ। অভিযানেই গ্রেফতার করা হয় গাজলু সেখ (৩০) নামে এক ব্যক্তিকে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ইম্প্রোভাইসড দেশি বন্দুক।

Domkal News আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় দায়ের হয়েছে মামলা। কেন অস্ত্র মজুত রেখেছিলেন ওই ব্যক্তি ? কীভাবে জোগাড় করেছিলেন আগ্নেয়াস্ত্র ? জানতে তদন্ত শুরু পুলিশের। অভিযুক্তকে পুলিশ হেফাজতে চেয়ে আদালতে পেশ করে ডোমকল থানা