Domkal News রাতের অন্ধকারে সন্দেহজনক গতিবিধি। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালাতেই পুলিশের ট্র্যাপে সন্দেহভাজন। ডোমকল থানার পুলিশের জালে নদীয়ার যুবক। পুলিশ সুত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে ডোমকলের আমিনাবাদ মাঠ সংলগ্ন এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় এক যুবককে আটক করা হয়। তল্লাশি চালাতেই তার কাছ থেকে উদ্ধার হয় দুটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি। ধৃত প্রকাশ প্রামাণিক ওরফে কালু নদীয়ার বাসিন্দা বলে পুলিশের জেরায় জানিয়েছে সে। কী কারনে নদীয়ার যুবক ডোমকলে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল! তা ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চালাচ্ছে ডোমকল থানার পুলিশ। শনিবার ধৃতকে পুলিশ হেফাজতে চেয়ে বহরমপুরে জেলা জজ আদালতে পাঠায় ডোমকল থানা।
---Advertisement---

আরও খবর
Migrant Worker একি পরিণতি মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকের!
January 10, 2026
Hariharpara News ভরা বাজারে দোকানে দোকানে অভিযান! কেন?
January 9, 2026
Beldanga News বন্ধুর সাথে বেরিয়ে নিখোঁজ যুবক! কী ঘটল?
January 9, 2026








