Domkal News মুর্শিদাবাদ কেন্দ্রে লোকসভা ভোট হয়েছে মঙ্গলবার । শনিবার ডোমকলের জুগিন্দা মালিথাপাড়ায় বটতলা মাঠে কলা বাগান থেকে উদ্ধার হল ড্রাম ভর্তি তাজা বোমা। শনিবার সকালে মাঠে কাজ করতে যাওয়া চাষিরা কলা বাগানের পাশে ড্রাম ভর্তি বোমা দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় পুলিশ। ভোট শান্তিতে মিটলেও ভোটের পর বোমা উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কে বা কারা বোমা মজুত করেছিল তা খতিয়ে দেখছে পুলিশ।
জুগিন্দা এলাকর বাসিন্দা শাহাদুল মালিথ্য বলেন, ‘সকালে মাঠে কাজ করতে গিয়েছিলাম। সেই সময় দেখি একটি হলুদ রঙের ড্রাম পরে আছে। কী আছে দেখার জন্য সামনে যায়। দেখলাম ভেতরে বোমা রাখা আছে’। কে বা কারা বোমা মজুত করেছিল তা খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ খবর পেয়েই মাঠের কলা বাগান থেকে বোমার কন্টেনার উদ্ধার করে। ঘিরে রাখে ঘটনাস্থল। খবর দেওয়া হয় বোম ডিষ্পোজাল স্কোয়াডে । পুলিশের অনুমান ঐ ড্রামে পাঁচটি সকেট বোমা রয়েছে। তবে বোম ডিষ্পোজাল স্কোয়াড লেই পরিষ্কার হবে। ঘটনায় মাঠের কৃষকেরাও আতঙ্কে রয়েছে। ঘটনার পর পরিই তদন্ত শুরু করেছে পুলিশ। বোমা রাখার পিছনে কার হাত রয়েছে কিই বা উদ্দেশ্য ছিল। সবটাই তদন্ত শুরু হয়েছে। উল্লেখ্য, মুর্শিদাবাদ লোকসভা নির্বচন শেষ হয়েছে গত ৭ মে। ইতিমধ্যেই ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটেছে ডোমকলেই। এবার বোমা উদ্ধারে স্বভাবতই নানান কারন ঘুরপাক খাচ্ছে। তবে অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই বোমা উদ্ধার করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।