এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Domkal News ডোমকলে আগ্নেয়াস্ত্র উদ্ধার! কংগ্রেস বনাম তৃণমূল তরজা তুঙ্গে

Published on: May 26, 2025
Domkal News

Domkal News মুর্শিদাবাদের ডোমকল। বরাবরই সরগরম থাকে নানান কারণে। এই ডোমকলই  আবার খবরের শিরনামে। আবারও আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে ডোমকলে। মাঝরাতে তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ ২ দুষ্কৃতিকে গ্রেফতার করেছে ডোমকল থানার পুলিশ। জানা গিয়েছে, রবিবার রাত সাড়ে বারোটা নাগাদ ডোমকলের হারুপাড়া মাঠ লাগোয়া রাস্তায় হানা দেয় পুলিশ। সেখান থেকে টোটোন মণ্ডল ও সজিবুর সেখ নামের দুই দুষ্কৃতিকে গ্রেফতার করে পুলিশ। টোটন মন্ডল সাগরপাড়া ও সজিবুর সেখ ডোমকলের বাসিন্দা বলেই পুলিশ সূত্রে জানা যায়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ৭ এমএম পিস্তল , একটি দেশী বন্দুক ও ২ রাউন্ড গুলি। অস্ত্র আইনে ধৃতদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। সোমবার ধৃতদের ৭ দিনের পুলিশ হেফাজত চেয়ে পাঠানো হয় আদালতে। কোথা থেকে, কেন অস্ত্র আনা হয়েছিল, খতিয়ে দেখছে পুলিশ।

Domkal News আর এই ঘটনাকে  ‘নির্বাচনের প্রস্তুতি’ বলছে কংগ্রেস। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কংগ্রেসের নিশানায় শাসক তৃণমূল। মুর্শিদাবাদ জেলা কংগ্রেস মুখপাত্র জয়ন্ত দাস বলেন,  ‘যেখানে বোমা, পিস্তল, গোলা, বারুদ নিয়ে শাসক দলে থেকে লালন পালন করা যায়, মস্তানি করা যায়, পয়সা উপার্জন করা যায়। সেখানে বোমা বারুদ থাকবে না এমন হতে পারে না।  নির্বাচনের প্রস্তুতি চলছে। বিভিন্ন জায়গায় ছোট বড় নির্বাচন হচ্ছে। দৌলতবাদেও নির্বাচন হল। এবার হয়তো ভেবেছে বড়সড় আক্রমণ করতে হবে গোলা, বারুদ নিয়ে। তাই এগুলো সংগ্রহ চলছে।’

Domkal News পাল্টা কংগ্রেসকেই দায়ী করছে তৃণমূল। শান্তিপূর্ণ লোকসভা হয়েছে, সহ্য হচ্ছে না! সুর চড়ালেন  বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকার। তিনি বলেন, ‘ ডোমকলে এতদিন যেকোন নির্বাচনে রক্তের বন্যা বইত। রক্তের হোলি খেলত সিপিএম পার্টি।  সেই ডোমকলে সিপিএম, কংগ্রেস এখন সেলিম আর অধীর এক জায়গায়। আগ্নেয়াস্ত্র মজুত যেই করে থাকুক যে পার্টিরই হোক, আগ্নেয়াস্ত্র উদ্ধার মুখ্যমন্ত্রীর কথায় হচ্ছে। রক্তপাতহীন লোকসভা হয়েছে। এটা সিপিএম কংগ্রেসের ভালো লাগছেনা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now