Domkal News গভীর রাতে কেঁপে ওঠে এলাকা, যত কাণ্ড ডোমকলে!

Published By: Imagine Desk | Published On:

Domkal News ফের উত্তপ্ত মুর্শিদাবাদেডোমকল। এলাকায় বোমাবাজি। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার গভীর রাতে   ডোমকল পৌরসভার  ২১ নম্বর ওয়ার্ডের আষম্বরপুর পশ্চিম পাড়া এলাকায় দুপক্ষের বোমাবাজিতে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পুরনো শত্রুতার জেরে বোমাবাজি বলে দাবী পুলিশের। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গিয়েছে, বেশ কয়েক মাস আগে  স্থানীয় বাসিন্দা পরিযায়ী শ্রমিক জানারুল সেখের সাথে এলাকারই বাসিন্দা সাহিন সেখের ঝামেলা হয় কেরলে । ঈদের আগে সকলেই বাড়ি ফিরে আসে।  বাড়ি ফিরেই ফের ঝামেলা মাথাচাড়া দেয়।

Domkal News কয়েক দিন আগে জানারুল সেখ সাহিন সেখের উপর হামলা চালায় বলে অভিযোগ। এর জেরেই রবিবার গভীর রাতে বোমাবাজি হয় বলে অভিযোগ। অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম এলাকা। জানারুল দেখের পরিবার এবং সাহিনের পরিবার দুপক্ষই একে ওপরের দিকে অভিযোগের আঙুল তুলছে। বোমাবাজির খবর পেয়ে ঘটনাস্থলে ডোমকল থানার পুলিশ গিয়ে তদন্ত শুরু করে। এলাকা থেকে বোমাও উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। সোমবার ধৃতদের ৭ দিনের  পুলিশ হেফাজতে চেয়ে বহরমপুরে জেলা আদালতে পাঠায় ডোমকল থানা। এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।