Domkal News সপ্তাহ শেষে মুর্শিদাবাদে ঘটে গেল বাস দুর্ঘটনা। যাত্রীবাহী বাস উল্টে গেল নয়ানজুলিতে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল ডোমকলে। জানা গেছে, ডোমকলের কলাবালিয়া নাজিরপুরে দুর্ঘটনার কবলে পড়ে যাত্রীবাহী বেসরকারি বাস। ডোমকল থেকে বহরমপুর যাওয়ার পথে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে নয়ানজুলিতে উল্টে যায়। দুর্ঘটনার জেরে আহন হন বেশ কয়েকজন বাস যাত্রী। আরও জানা গেছে, শনিবার ভোরে বাসটি জলঙ্গি থেকে বহরমপুরের দিকে রওনা দিয়েছিল।
Domkal News দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস, আহত একাধিক যাত্রী
Published By: Imagine Desk |
Published On:
