Domkal News শুক্রবার রাত ১২:৪৫ মিনিটে, গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে, ডোমকল থানার পুলিশ গোরাইমারী এলাকায় একটি অভিযান চালায়। অভিযান চলাকালীন, দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের নাম লালটু বিশ্বাস (৪২) এবং জালাল মণ্ডল। দুজনেই গোরাইমারীর বাসিন্দা। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ছয়টি সকেট বোমা এবং প্রায় ৫০০ গ্রাম গানপাউডার উদ্ধার করা হয়েছে বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে। উভয় ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিস্ফোরক বাজেয়াপ্ত করা হয়েছে। একটি নির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে দুজনের বিরুদ্ধে। বোমা তৈরির কারবার চলত? আর কারা কারা এদের সঙ্গী? উদ্দ্যেশ্য কী ছিল? ধৃতদের হেফাজতে নিয়ে জানার চেষ্টায় ডোমকল থানার পুলিশ।