Domkal News সাত সকালে ডোমকলের মাঠে যা দেখলেন কৃষকরা

Published By: Imagine Desk | Published On:

Domkal News  সাত সকালে ভয়ানক দৃশ্য দেখলেন ডোমকলের কৃষকরা Farmers । সারা রাত নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার সকালে এক যুবকের মৃতদেহ উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য ছড়াল ডোমকল থানার নিশ্চিন্তপুর এলাকায়। মৃত যুবকের নাম আমিনুল মণ্ডল, বয়স আনুমানিক ৩২, যিনি ওই এলাকারই বাসিন্দা বলে জানা গিয়েছে।

পরিবারের অভিযোগ, বুধবার রাতেই কেউ বা কারা আমিনুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকেই তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার সকালবেলা স্থানীয় কৃষকেরা মাঠে কাজ করতে গিয়ে দেখতে পান, ঘাসের মধ্যে পড়ে রয়েছে এক যুবকের দেহ। সঙ্গে সঙ্গে তাঁরা খবর দেন পুলিশে

Domkal News  ঘটনাস্থলে পৌঁছায় ডোমকল থানার পুলিশ। দেহ উদ্ধার করে পাঠানো হয় ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে Domkal Super Specialty Hospital । মৃতদেহে আঘাতের চিহ্ন রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। এখনও পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি। তবে এই ঘটনায় গোটা এলাকা জুড়ে ছড়িয়েছে তীব্র উত্তেজনা।

Domkal News  মৃতের আত্মীয় আজবারুল মণ্ডল বলেন, “রাতে বাড়ি থেকে কাউকে সঙ্গে যেতে দেখা গিয়েছিল ওকে। সকালে এমনভাবে পড়ে থাকতে হবে ভাবতেই পারিনি। আমরা বিচার চাই।” ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয়দের জিজ্ঞাসাবাদও শুরু করেছে তদন্তকারী অফিসাররা।