Domkal News ঘুমন্ত অবস্থায় আক্রান্ত বৃদ্ধা! কী অভিযোগে চাঞ্চল্য?

Published By: Imagine Desk | Published On:

Domkal News  গভীর রাতে ঘুমন্ত অবস্থায় থাকা বৃদ্ধার ওপর হামলা! একা পেয়ে সোনার গয়না ছিনতাই, প্রাণনাশের চেষ্টার অভিযোগ। বুধবার সকালে ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়াল ডোমকলের ভাতশালা কলোনি এলাকায়।  পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও টালির ঘরের বারান্দায় একাই ঘুমিয়ে ছিলেন আনেছা বেওয়া নামে ঐ বৃদ্ধা। অভিযোগ, রাতে বেশ কয়েকজন  দুষ্কৃতি বাড়িতে ঢুকে বৃদ্ধার উপর হামলা চালায়।

Domkal News পাশেই দোতলা বাড়িতে থাকেন বৃদ্ধার ছেলে মহম্মদ আবজাল সেখ। তিনি জানান,  পুরনো বাড়িতে থাকতে ভালোবাসেন মা, সেখানেই একা থাকতেন। সকালে এসে দেখা যায় আহত অবস্থায় ছিলেন তার মা। হাতে কানে সোনার গয়না ছিল। ঘরে কয়েক হাজার টাকা ছিল। সবটাই খোয়া গিয়েছে। আহত বৃদ্ধাকে প্রথমে ডোমকল মহকুমা হাসপাতালে এবং পরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কী কারনে কে বা কারা হামলা চালালো তা খতিয়ে দেখছে ডোমকল থানার পুলিশ।