Domkal News ডোমকলে আসামী ছিনতাইয়ে চাপ বাড়ল তৃণমূলের

Published By: Imagine Desk | Published On:

Domkal News ডোমকলের আলীনগরে পুলিশ হেফাজতে থাকা আসামি ছিনতাইয়ের ঘটনায় তৃণমূল কংগ্রেসের অস্বস্তি ক্রমেই বাড়ছে। শনিবার রাতে পুলিশ গ্রেফতার করেছে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান মিনা বিবির স্বামী হাপিজুল সেখকে। কয়েক দিন আগেই এই মামলায় গ্রেফতার হয়েছিলেন মিনা বিবি।

Domkal News  কী ঘটেছিল?

গত বুধবার রাতে চুরির অভিযোগে গ্রেফতার হওয়া রানা শেখকে তথ্যপ্রমাণ সংগ্রহের জন্য পুলিশ নিয়ে গেলে দুষ্কৃতীরা পুলিশের উপর আক্রমণ চালায়। সেই সুযোগে পালিয়ে যায় রানা শেখ। এই ঘটনায় আহত হন ডোমকল থানার সাব-ইন্সপেক্টর রানাপ্রতাপ সেনগুপ্ত।

পুলিশি তদন্ত ও গ্রেফতার

পুলিশ ইতিমধ্যেই এই ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে রয়েছেন তৃণমূলের মেম্বার ও প্রাক্তন পঞ্চায়েত প্রধান মিনা বিবি। এবার গ্রেফতার হলেন তাঁর স্বামী এবং তৃণমূল কর্মী হাপিজুল সেখ। এই ঘটনাকে কেন্দ্র করে শাসক দল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করতে শুরু করেছে বিরোধী দলগুলি।

Domkal News  বিরোধীদের প্রতিক্রিয়া

জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস বলেন, “এটাই তৃণমূলের প্রকৃত চরিত্র। ক্ষমতার অপব্যবহার করেই এই দল টিকে রয়েছে।”

বহরমপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি শাখারভ সরকার  Shankharavh Sarkar বলেন, “পুলিশকেও আক্রমণ করতে পিছপা হচ্ছে না তৃণমূলের নেতারা। আইনশৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়েছে। মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন।”

Domkal News  তৃণমূলের প্রতিক্রিয়া

তৃণমূলের বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব সরকার Apurba Sarkar বলেন, “পুলিশ তদন্ত করছে। পলাতক আসামি ধরা পড়বে। আমাদের দল এ ধরনের ঘটনা সমর্থন করে না।” তবে, আসামি ছিনতাই ও পুলিশের উপর হামলার ঘটনায় তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান এবং তাঁর স্বামীর নাম জড়ানোয় রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে উঠেছে।