Domkal News ফের ডোমকলে! পুলিশের জালে ধরা পড়ল একি?

Published By: Imagine Desk | Published On:

Domkal News  ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার ডোমকলে। চারটি আগ্নেয়াস্ত্র ও ২৮ রাউন্ড গুলি সহ ডোমকলে পুলিশের জালে এক ব্যক্তি। গোপন সুত্রে খবর পেয়ে রবিবার রাতে ডোমকলের পশ্চিম কুচিয়ামোড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয় আরব আলি ওরফে বদর নামে এক ব্যক্তিকে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় তিনটি দেশি রাইফেল, একটি সেভেন এমএম পিস্তল, ম্যাগাজিন ও ২৮ রাউন্ড গুলি।

Domkal News কী কারনে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলি নিজের কাছে রেখেছিল ঐ ব্যক্তি তা ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। আরব আলী কুচিয়ামোড়া এলাকারই বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে। সোমবার ধৃতকে ১৪ দিনের পুলিশ হেফাজতে চেয়ে বহরমপুরে সিজেএম কোর্টে পাঠায় ডোমকল থানার পুলিশ।