Domkal News অবৈধ পথে ভারতে প্রবেশ! পুলিশের জালে বাংলাদেশি সহ এক

Published By: Imagine Desk | Published On:

Domkal News অবৈধ পথে ভারতে প্রবেশের অভিযোগে ডোমকলে গ্রেফতার বাংলাদেশি যুবক। গ্রেফতার করা হয়েছে এক ভারতীয় দালালকেও। পুলিশ সুত্রে জানা গিয়েছে, গোপন সুত্রে খবর পেয়ে মঙ্গলবার দুপুরে ডোমকলের রাজাপুর ঘাট এলাকায় দুজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ করতেই তাদের মধ্যে একজন বাংলাদেশি বলে জানায়। গ্রেফতার করা হয় দুজনকেই। ধৃত ছোটন মন্ডল বাংলাদেশের কুষ্টিয়ার বাসিন্দা এবং সাব্বুর আলী মন্ডল ওরফে সাবু নদীয়ার হোগলবাড়িয়ার বাসিন্দা বলে পুলিশ সুত্রে জানা গেছে। দিন কয়েক আগেই ভারতে অনুপ্রবেশের ছক সফল হয় ছোটন মণ্ডলের।

Domkal Newsজানা গেছে,  দিন পাঁচেক আগে ঐ বাংলাদেশি যুবক ভারতে প্রবেশ করে অবৈধ পথে, সাহায্য নেয় ভারতীয় দালাল  ধৃত সাবুর। মতলব কী ছিল? কী কারনে বাংলাদেশি যুবকের গোপনে ভারতে অনুপ্রবেশ?  ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চালাচ্ছে তদন্তকারী অফিসাররা। বুধবার দুজনকেই বহরমপুরে সিজেএম আদালতে পাঠায় ডোমকল থানার পুলিশ।