Domkal News ডোমকলে যাবজ্জীবনের সাজা ৩ জনের

Published By: Imagine Desk | Published On:

Domkal News ডোমকলে খুনের ঘটনায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ডের  সাজা ঘোষণা করেছে আদালত। শুক্রবার বহরমপুরে ফাস্ট ট্র্যাক কোর্ট আজাবুল সেখ, সাজিবুল সেখ ও রেজাউল করিম মন্ডলের সাজা ঘোষণা করে।  ২০২০ সালের জুলাই মাসে ডোমকলে খুন হন এক পুরুষ ও এক মহিলা  । সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে। এর আগে বৃহস্পতিবার মুর্শিদাবাদে ৩ টি খুনের মামলায় যাবজ্জীবনের সাজা ঘোষণা হয়। এর মধ্যে হরিহরপাড়া, জলঙ্গী এবং দৌলতাবাদের ৩ টি মামলা ছিল।

Domkal News শুক্রবার অ্যাডিশনাল এসপি লালবাগ   রসপ্রীত সিং জানান,   মুর্শিদাবাদ পুলিশ জেলায় ৯২ টি মামলাকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

See also  Jangipur News মর্মান্তিক! বাজ পড়ে প্রাণ গেল ফুটবল প্রশিক্ষকের