Domkal News ডোমকলে খুনের ঘটনায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করেছে আদালত। শুক্রবার বহরমপুরে ফাস্ট ট্র্যাক কোর্ট আজাবুল সেখ, সাজিবুল সেখ ও রেজাউল করিম মন্ডলের সাজা ঘোষণা করে। ২০২০ সালের জুলাই মাসে ডোমকলে খুন হন এক পুরুষ ও এক মহিলা । সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে। এর আগে বৃহস্পতিবার মুর্শিদাবাদে ৩ টি খুনের মামলায় যাবজ্জীবনের সাজা ঘোষণা হয়। এর মধ্যে হরিহরপাড়া, জলঙ্গী এবং দৌলতাবাদের ৩ টি মামলা ছিল।
Domkal News শুক্রবার অ্যাডিশনাল এসপি লালবাগ রসপ্রীত সিং জানান, মুর্শিদাবাদ পুলিশ জেলায় ৯২ টি মামলাকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।