Domkal News ডোমকলের শিবনগর এলাকায় স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেড়িয়ে তিন বন্ধু নদীতে স্নান করতে গিয়েছিল। ডিঙায় চেপে ঘোরার সময় উল্টে যায় । তাতেই তলিয়ে যায় দশম শ্রেণীর এক পড়ুয়া। দুজনকে উদ্ধার করে গেলেও জলে ডুবে মৃত্যু হয় হালিম সরকারের ।
Domkal News জানা গিয়েছে শুক্রবার বেলা ১১টা নাগাদ দশম শ্রেণীর ছাত্র হালিম তাঁর মাকে স্কুলে যাচ্ছি বলে বাড়ি থেকে বেড়ায়। কিন্তু সে স্কুলে না গিয়ে আরও দুই বন্ধুকে সাথে নিয়ে গিয়েছিল দামস নদীতে। ডিঙায় চেপে ঘোরার সময় সেটি উল্টে যায়। স্থানীয়রা দুজনকে উদ্ধার করলেও তলিয়ে যায় হালিম সরকার।
প্রায় ঘণ্টা দুয়েক পর নিখোঁজ ছাত্রকে উদ্ধার করা হলেও শেষ রক্ষা হয়নি। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে।