Domkal News: জল উঠছে কম, ডোমকলে পাম্প চালককে পেটাল প্রতিবেশীরাই; ধারালো অস্ত্র দিয়ে কোপ

Published By: Madhyabanga News | Published On:

মামুন আব্দুল কায়েমঃ ডিপ টিউবওয়েল পাম্পে জল উঠছে কম। এই অভিযোগেই পাম্প চালককে মাঠে ডেকে নিয়ে গিয়ে মারধল করল প্রতিবেশীরা। উঠছে খুনের চেষ্টার অভিযোগও। বুধবার রাতে ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদের ডোমকলের মুক্তারপুর মাঠে। গুরুতরভাবে আহত হয়েছেন পাম্প চালক মাফিজুল ইসলাম। জানা গিয়েছে, বহুদিন ধরেই মাঠে পাম্প চালাতেন মাফিজুলের বাবা। তার বাবার মৃত্যুর পর পাম্প চালানোর দায়িত্ব নেন ছেলে। সেই মতো প্রতিদিন পাম্প চলত । রাতভর জমিতে জল পেতেন কৃষকেরা। এলাকায় পাম্পের ১১ টি পয়েন্ট রয়েছে। সবকটি পয়েন্ট চলার কারনে জল কম ওঠে বলেই দাবি পাম্প অপারেটারের । এরপরেই নাকি সবকটি পয়েন্ট বন্ধ করে তিন নম্বর পয়েন্ট চালানোর কথা বলেন প্রতিবেশী জালালুদ্দিন মন্ডল ও তার ছেলে জুয়েল মন্ডল। বাকি কৃষকদের কথা ভেবে তা মানতে চাননি পাম্প চালক মাফিজুল ইসলাম ।

অভিযোগ এরপরেই পরিকল্পিতভাবে ফোন করে মাঠে ডাকা হয়। ভাইপোর সাথে মাঠে গেলে মফিজুলকে ঘিরে মারধর , ধারালো অস্ত্রের কোপ মারা হয় বলে অভিযোগ। পরিবারের লোকজন মাঠ থেকে আহতকে উদ্ধার করে। মাঠে ধাওয়া করেই অভিযুক্ত জালালুদ্দিন মন্ডলকে ধরে ফেলেন স্থানীয়রা। যদিও পালিয়ে যায় অভিযুক্তের ছেলে জুয়েল মন্ডল সহ জনা কয়েক । ঘটনাস্থল থেকে আহত ব্যাক্তিকে উদ্ধার করে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে।
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আহতকে স্থানান্তর করা হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। অভিযুক্তকে আটকে রেখে খবর দেওয়া হয় থানায়। ঘটনাস্থল থেকে অভিযুক্ত জালালুদ্দিন মন্ডলকে আটক করে পুলিশ। ঘটনায় অভিযুক্ত জালালুদ্দিন মন্ডল, তার ছেলে জুয়েল মন্ডল এবং মিনাজ মন্ডলের নামে লিখিত অভিযোগ দায়ের করে আহতের পরিবার। যদিও অভিযুক্তদের পরিবারের তরফে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযোগের ভিত্তিতে পুরো ঘটনা খতিয়ে দেখছে