Domkal News: ঘরের টাকাতে কাটমানি, ডোমকলে প্রাক্তন কাউন্সিলারের বিরুদ্ধে উঠছে অভিযোগ

Published By: Madhyabanga News | Published On:

মামুন আব্দুল কায়েমঃ প্রধান মন্ত্রী আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে ডোমকলের ৯ নম্বর ওয়ার্ড এর প্রাক্তন কাউন্সিলর আসাদুল ইসলামের বিরুদ্ধে। প্রাক্তন কাউন্সিলারের বিরুদ্ধে এই অভিযোগ তুললেন ওই ওয়ার্ডের ৩ বাসিন্দা । বৃহষ্পতিবার ডোমকল মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন তিন অভিযোগকারী । তাদের অভিযোগ, ঘর দেওয়ার নাম করে কারোর কাছে কুড়ি হাজার কারো কাছে তিরিশ হাজার টাকা করে নেন তৎকালীন কাউন্সিলর আসাদুল ইসলাম । তারপরে তাদের ঘরের লিস্টে নাম আসে। যদিও প্রথম কিস্তির ১ লক্ষ ২০ হাজার টাকা ঢোকার পরের কিস্তি ঢোকানোর অজুহাতে ব্যাঙ্ক একাউন্টের পাশ বই নিয়ে নেওয়া হয় উপভোক্তাদের কাছে থেকে। তারপরে ঐ প্রথম কিস্তির পঞ্চাশ হাজার টাকা নিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। তারপরে আর মেলেনি দ্বিতীয়, তৃতীয় কিস্তির টাকা।

প্রথম কিস্তির টাকা পেয়ে ঘরের কাজ শুরু করলেও মাঝপথে টাকা না পেয়ে ধার দেনা করে ঘরের কাজ শেষ করেছেন। ব্যাঙ্কের পাশবই নেই উপভোক্তাদের কাছে। টাকা চাইতে গেলে টাকা দিতে অস্বীকার করা হয় বলেও অভিযোগ। ঘটনার পরে ডোমকল মহকুমা শাসকের দ্বারস্থ হন অভিযোগকারীরা। যদিও অভিযোগ অস্বীকার অভিযুক্ত প্রাক্তন কাউন্সিলর আসাদুল ইসলাম । তার দাবি চার বছর আগের ঘটনা এখন সামনে আনা হচ্ছে পরিকল্পিত ভাবে। সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ।