Domkal ডোমকলে ধৃত শাহরুখ! সামনে এল এ কী কাণ্ড

Published By: Imagine Desk | Published On:

Domkal  ডোমকলে আবারও উদ্ধার আগ্নেয়াস্ত্র.  এবার গ্রেফতার নদীয়ার যুবক। পুলিশ সূত্রে জানা গিয়েছে ডোমকলের হরিশঙ্করপুর মোড় এলাকায় সন্দেহজনক ভাবে ঘোরাঘুরির সময় ঐ যুবককে আটক করা হয়। তল্লাশি চালাতেই তাঁর কাছ থেকে উদ্ধার হয় একটি দেশি পিস্তল ও এক রাউন্ড কার্তুজ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম শাহরুখ হোসেন শেখ। নদীয়ার থানারপাড়া থানার সাহেবপাড়া এলাকার বাসিন্দা সে। এই আগ্নেয়াস্ত্র কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চালাচ্ছে ডোমকল থানার পুলিশ। বুধবার ধৃতকে পুলিশ হেফাজতে চেয়ে আদালতে পাঠায় ডোমকল থানা।