Domkal Incident রাতের ডোমকলে পুলিশের অভিযান, জালে অস্ত্র কারবারি

Published By: Imagine Desk | Published On:

Domkal Incident খবর ছিল আগেই। সেই মতো মাঝ রাস্তায় ছিল টহল। আর সেখানেই পাতা ফাঁদে ধরা দিল সন্দেহভাজন।
মুর্শিদাবাদের ডোমকলের আমিনাবাদ এলাকায় পুলিশের জালে এক অস্ত্র কারবারি। তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে দুটি রাইফেল ও দু রাউন্ড গুলি। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে ডোমকলের আমিনাবাদ থেকে যুগিন্দা যাওয়ার রাস্তায় ওতপাতে ডোমকল থানার পুলিশ। সেখানেই সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়। ধৃতের নাম আব্দুস সাত্তার। ডোমকলের আমিনাবাদ এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর।

Domkal Incident ধৃত আব্দুস সাত্তারের ট্র্যাক রেকর্ড কী বলছে?

দুষ্কৃতিমূলক কোন ঘটনায় নাম জড়িত কিনা- তা খতিয়ে দেখা হচ্ছে। একই সাথে পুলিশের প্রাথমিক অনুমান, ধৃত ব্যক্তি অস্ত্র কারবারের সাথে যুক্ত থাকতে পারে! এই আগ্নেয়াস্ত্র তাঁর কাছে এল কীভাবে? হাত বদলের পরিকল্পনা ছিল কিনা সেটাও তদন্ত করে দেখছে পুলিশ। গুলি, পিস্তল কোথা থেকে কোথায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল? তা জানতে বৃহস্পতিবার ধৃতকে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুর সিজিএম কোর্টে তোলা হয়।