Domkal Incident বুধবার সকালে রোজকার মতোই গিয়েছিলেন মিষ্টির দোকানে ডালপুরি খেতে। কিন্তু এমন কাণ্ড যে ঘটবে তা কল্পনাও করেন নি কেউ। আচমকাই মিষ্টির দোকানের গ্যাস সিলিন্ডার ফেটে যায়। লেগে যায় আগুন। নিমেষের মধ্যে পুড়ে ছাই হয় দোকান। অগ্নিদগ্ধ হন দোকানে খাবার খেতে আসা দুজন এবং বাকি দুজন মিষ্টির দোকানের কর্মচারীও আহত হন। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। স্থানীয়রা আগুন দেখে ঘটনাস্থলে আসেন। আগুন নেভানোর কাজ শুরু হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আগুন লাগার ঘটনায় ক্ষতিগ্রস্ত মিষ্টির দোকান। মাথায় হাত মিষ্টি ব্যবসায়ীর। আগুন লাগার ঘটনায় আতঙ্কিত আশেপাশের দোকানদাররাও।
Domkal Incident সাত সকালে ডালপুরি খেতে এসে ভয়ঙ্কর পরিণতি ডোমকলে
By Imagine Desk
Published on: November 6, 2024










