Domkal incident লঙ্কা নিয়ে যত কাণ্ড! ভরদুপুরে গৃহস্থের বাড়ি ঢাকল কালো ধোঁয়ায়

Published By: Imagine Desk | Published On:

Domkal incident রান্না করার সময় গৃহবধূ ঘরে ঢুকেছিলেন লঙ্কা আনতে, আর এর মাঝেই উনুন থেকে আগুন ছড়িয়ে ভয়াবহ রূপ নিল ডোমকলে। ভর দুপুরে ডোমকলের ঝাওবাড়িয়া এলাকায় ঘটে গেল অঘটন। আগুনে ভস্মীভূত হয়ে গেল পরপর দুটি বাড়ি। দমকল আসলেও শেষরক্ষা হল না। জানা গিয়েছে এদিন দুপুরে এক গৃহবধূ রান্না করছিলেন। সেই সময় ঘরে লঙ্কা আনতে যান তিনি। উনুনের আগুন বিধ্বংসী আকার নেয়। ছড়িয়ে পরে আশেপাশের ঘরেও। সব মিলিয়ে দুটি পরিবারের চারটি ঘর আগুনে ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় এক বাসিন্দা মুকলেশ্বর মিঞা বলেন, ‘ দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। জল দিয়েও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছিল না, ঘর বাড়ি পুড়ে ছাই হয়ে যায়।’ খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে। যদিও আগুনের গ্রাসে প্রায় পুড়ে ছাই হয়ে যায় সব। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। সব কিছু হারিয়ে খোলা আকাশের নীচে ঠাই ক্ষতিগ্রস্ত পরিবারের।