Domkal Incident ফেরা হল না বাংলাদেশ Bangladesh ! ডোমকলে এসে কী হল প্রৌঢ়ের?

Published By: Imagine Desk | Published On:

Domkal Incident  চিকিৎসা করাতে এসে ডোমকলে শ্বশুর বাড়িতে মৃত্যু হল বাংলাদেশী BANGLADESH জামাইয়ের। শনিবার সকালে মৃত্যু হয় তাঁর। দেহ ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। কেন মুর্শিদাবাদে এসেছিলেন ঐ প্রৌঢ়? পরিবার সূত্রে জানা গিয়েছে, বছর ৭৪ এর মহম্মদ ফজলুর রহমান বাংলাদেশের মেহেরপুর জেলার গাঙ্গী উপজেলার বাসিন্দা। ডোমকলে তাঁর শ্বশুর বাড়ি।

Domkal Incident  দীর্ঘদিন ধরেই তিনি ভারতে আসা যাওয়া করতেন। গত ১৭ ই নভেম্বর চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে ভারতে আসেন তিনি। বহরমপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাও চলছিল তাঁর। শনিবার সকালে ডোমকলের বিলাসপুরে শ্বশুর বাড়িতে অসুস্থ হয়ে পড়েন ওই প্রৌঢ়। তাঁকে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য বহরমপুরে আনে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবারে। মৃতের এক আত্মীয় মাজারুল হক জানান, “ক্যান্সারে আক্রান্ত ছিলেন। দীর্ঘদিন ধরেই চিকিৎসা চলছিল। চিকিৎসা চললেও বাড়ি যাওয়ারও কথা ছিল। কিন্তু তা আর হল না। প্রশাসনের সহযোগিতায় ময়নাতদন্তের পর বাংলাদেশে নিয়ে যাওয়া হবে মৃতদেহ।”