Domkal incident সাত সকালে এ কি কান্ড ডোমকলে ! উদ্ধার হল ছিন্নভিন্ন দেহ, ঘটনায় চাঞ্চল্য

Published By: Imagine Desk | Published On:

Domkal incident সাত সকালে এক ব্যক্তির ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল ডোমকলের মেহেদিপাড়া এলাকায়। বোমা বাঁধার সময় বিস্ফোরণে মৃত্যু বলেই দাবি স্থানীয়দের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে ডোমকলের বর্তনাবাদ পূর্বপাড়া এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। পুলিশ এসে ঘটনাস্থলে তল্লাশিও চালায়। বুধবার সকালে কিছুটা দূরে মেহেদিপাড়া এলাকায় খালের মধ্যে থেকে উদ্ধার হয় এক ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ।

Domkal incident মৃতের নাম মোমিন মন্ডল। জলঙ্গীর ফরিদপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে। মৃতের ছেলে মুন্না জানান, ‘ বহু দিন থেকেই বোমা বাঁধার কাজ করত বাবা। রাজনীতি করত না। তবে কীভাবে মৃত্যু তা নিয়ে রয়েছে ধোঁয়াশা, পুলিশ তদন্ত করুক।’স্থানীয় এক বাসিন্দা লালচাঁদ সেখ জানান, ‘ জমিজায়গা নিয়ে গণ্ডগোলের জেরে বোমা বাঁধার কাজ করছিল মোমিন মণ্ডল সহ একদল। একজন মাড়া গেলেও বাকীরা এখন গা ঢাকা দিয়েছে। এই ধরনের ঘটনা ঘটায় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। ‘

Domkal incident বোমা বাঁধতে গিয়ে বোমা ফেটে মৃত্যু নাকি মৃত্যুর পেছনে অন্য কোন কারণ রয়েছে?  তার তদন্তে নেমেছে ডোমকল থানার পুলিশ। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।