Domkal Fire Arms ডোমকলে আগ্নেয়াস্ত্র সহ পুলিশের জালে এক দুষ্কৃতি। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও গুলি। পুলিশ সূত্রে জানা যায় সোমবার রাতে গোপন সূত্রের খবর পেয়ে মুর্শিদাবাদের ডোমকলের চক অম্বরপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় আহাসান শেখ ওরফে ভুদেবকে। তার কাছ থেকে একটি একটি দেশী বন্দুক এবং একটি কার্তুজ উদ্ধার হয়। মঙ্গলবার ধৃতকে পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে কোর্টে পাঠায় পুলিশ।
Domkal Fire Arms ডোমকলে আগ্নেয়াস্ত্র গুলি সহ গ্রেপ্তার
Published on: August 13, 2024













