এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Domkal Death: ডোমকলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল লরি চালকের

Published on: July 8, 2024
Beldanga Accident

Domkal Death বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক লরি চালকের। ঘটনাটি ঘটেছে ডোমকল থানার অন্তর্গত গাবতলা সংলগ্ন এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, রবিবার সকালে লরিতে তিনি মাল লোড করছিলেন বছর ৩৪’র আলী হোসেন। মাল চাপানো শেষ হলে তার ওপর দিয়ে প্লাস্টিক চাপা দিতে ঘটে এই বিপত্তি।

অসাবধানতা বসত হাইভোল্টেজ তারের সংস্পর্শে আসার ফলেই ঘটে এই মর্মান্তিক দূর্ঘটনা। স্থানীয়রা তৎপরতার সঙ্গে তাকে ডোমকল সুপার ষ্পেশ্যালিটি হাসপাতালে (Domkal Super Facility Hospital) ভর্তি করে। সেখানে চিকিৎসকেরা মৃত বলে ঘোষনা করে।

মৃতের আত্মীয় ইসানুল সেখ জানান, ‘সকালে পাঠিয়ে ছিলাম লরিতে তিল লোড করতে। লোক ছিল না বলে নিজেই উঠেছিল। কিন্তু বুঝতে পারেনি মাথার ওপর ওই কারেন্টের তার আছে। ভুল করে হাত দিয়ে ফেলে। সোজা মাটিতে ছিটকে পরে দেহ’।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now