Domkal Court Inauguration রানীনগর, জলঙ্গি, ডোমকল প্রত্যন্ত অঞ্চলের মানুষদের, বিচার প্রার্থীদের আইনি বিষয়ে যেতে হয় বহরমপুর জেলা জজ আদালত। ডোমকল থেকে বহরমপুরের দূরত্ব ৩০ -৩৫ কিমি। গাড়িতে গেলে সময় লাগে এক থেকে দেড় ঘণ্টা। বাসে গেলে প্রায় ঘণ্টা দুয়েকের ধাক্কা। এই ধাক্কা সামাল দিতেই হিমশিম খান শয়ে শয়ে মানুষ। সমস্যার সমাধান হল অবশেষে। মুর্শিদাবাদের মুকুটে জুড়ল নতুন পালক। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী মুর্শিদাবাদের ডোমকল। অবসান হল দীর্ঘ প্রতীক্ষার। ২০২৫ এর ১১ ই জুন ডোমকল পেল নিজস্ব একটি কোর্ট। ডোমকল মহকুমা আদালতের উদ্বোধন হল মহাসমারোহে। প্রাথমিক পর্যায়ে চালু হল একটি কোর্ট।

Domkal Court Inauguration ১৯৯৯ সালের ১৬ ই ডিসেম্বর মহকুমা হিসেবে পরিচিতি পায় ডোমকল। কিন্তু ছিলনা আইনি সহায়তার কোন কেন্দ্র। এদিকে ডোমকল মহকুমায় আইনি সমস্যাও কম হয় না। দীর্ঘদিন ধরেই এখানে আদালত তৈরির দাবী ছিল। সেই দাবী মতোই ২০১৮ -র ৩০ শে জুন হয় ডোমকল কোর্টের শিলান্যাস। ২০১৯ এর ৫ ই মার্চ থেকে শুরু হয় কোর্ট ভবন তৈরির কাজ। আদালত ভবন তৈরি হলেও দীর্ঘদিন ধরে সেই বাড়ি পড়ে থাকে। অবশেষে ভার্চুয়ালি নবনির্মিত নতুন কম্পোসিট ভবনের উদ্বোধন হল। উদ্বোধন করলেন কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি টি এস শিবাগনানম। ভার্চুয়াল উদ্বোধনে উপস্থিত ছিলেন, কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকার, প্রিন্সিপ্যাল সেক্রেটারি জুডিশিয়াল সিদ্ধার্থ কাঞ্জিলাল, কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভেন্দু সামন্ত, এবং পশ্চিমবঙ্গ সরকার আইন ও বিচার বিভাগ ভারপ্রাপ্ত মন্ত্রী মলয় ঘটক। ডোমকলে কোর্ট ভবনে উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা ও দায়রা জজ পার্থ প্রতিম চক্রবর্তী ও জেলা বিচার বিভাগীয় অন্যান্য বিচারপতি, বহরমপুর ও ডোমকল বার অ্যাসোসিয়েশনের সদস্যরা। উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা শাসক রাজর্ষি মিত্র, মুর্শিদাবাদ পুলিশ জেলা পুলিশ সুপার কুমার সানি রাজ, ডোমকল মহকুমা শাসক শুভঙ্কর বালা, ডোমকল SDPO শুভম বাজাজ, মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান সহ বিচার বিভাগীয় ও প্রশাসনিক কর্মকর্তারা। মুর্শিদাবাদ জেলা ও দায়রা জজ পার্থ প্রতিম চক্রবর্তী বলেন, ‘ একটা কোর্টই আপাতত চালু হচ্ছে। আসতে আসতে সব কোর্ট চালু হয়ে যাবে। ১০ টা ঘর আছে। সরকারি পদ্ধতি অনুসরণ করে যা করার সমস্ত আসতে আসতে হয়ে যাবে।’

Domkal Court Inauguration ডোমকল মহকুমা আদালতের উদ্বোধন ঘিরে উচ্ছ্বসিত সকলেই। বহরমপুর বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি তথা সরকারি আইনজীবী কল্পতরু ঘোষ জানান, একটি কোর্টের মাধ্যমে উদ্বোধন হয়ে গেল। খুব দ্রুত পুরোদমে চালু হবে। বিচারপ্রার্থী এবং আপামর ডোমকল মহকুমার সাধারণ মানুষের সুবিধা হল। আইন পরিষেবা ঘরের দুয়ারে পৌঁছে গেছে।
Domkal Court Inauguration ন্যাশনাল জুডিশিয়াল ডেটা গ্রিড এর পরিসংখ্যান বলছে, ২০২৫ এর ৬ ই জুন অবধি ডোমকলে ২ লক্ষ ২৫ হাজার ২৯৫ টি মামলা বিচারাধীন রয়েছে। যার মধ্যে সিভিল মামলা – ৪৩ হাজার ৫৮০ টি । ক্রিমিনাল কেস- ১ লক্ষ ৮১ হাজার ৭৭৭ টি । এই জায়গায় দাঁড়িয়ে পরিস্থিতির বদল হওয়ার অপেক্ষায় সাধারণ মানুষ। মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান বলেন, ‘এত সুন্দর বিল্ডিং তৈরি হলেও বহুদিন পর কোর্টের উদ্বোধন হল। মন্ত্রী মলয় ঘটকের সাথে যোগাযোগ করেছিলাম। আশ্বাস দিয়েছিলেন উনি। আজকে সেই প্রতীক্ষার অবসান হল, আমরা ভীষণ খুশি। মুখ্যমন্ত্রীর কাছে আবেদন অতিদ্রুত পূর্ণাঙ্গ রুপে কোর্ট চালু হোক। ‘
Domkal Court Inauguration সমস্ত রকম আধুনিক সুযোগ সুবিধা রয়েছে ডোমকলের নতুন কম্পোসিট কোর্ট বিল্ডিংএ। তিন তলা ভবন, সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। দুটি লিফট রয়েছে। একটি আইনজীবী এবং মামলাকারীদের জন্য অপরটি বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য। এছাড়াও রয়েছে নিরাপদ করিডোর, অভিযুক্তদের বিভিন্ন আদালতে হাজিরার জন্য। সিঁড়ি প্রশস্ত। বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য বিশেষ ব্যবস্থা আছে কোর্ট ভবনে। ভিডিও কনফারেন্সিং এর জন্য আইটি পরিকাঠামো রয়েছে। ডোমকল কোর্ট চত্বরে ৯ টি কোর্ট চালু করা যেতে পারে বলেই আশা করা হচ্ছে। পুরো প্রকল্পে বরাদ্দ ২৯.০৯ কোটি টাকার মধ্যে ব্যবহৃত হয়েছে ২২.৩০ কোটি টাকা। এছাড়াও জুডিশিয়াল কোয়ার্টারের জন্য বরাদ্দ ৫.০৮ কোটির মধ্যে খরচ হয়েছে ৫.৩৪ কোটি বলেই জানা গিয়েছে। স্থানীয়দের আশা, পুরোদমে কোর্ট চালু হলে বিচার প্রক্রিয়ায় গতি আসবে এবং আইনগত সমস্যার সমাধানে তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।