এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Domkal Case ডোমকলে ধৃতের ৭ দিনের পুলিশ হেফাজত

Published on: October 4, 2025
Domkal Case

Domkal Case ডোমকলের ঘোড়ামারা গ্রামে বোমা বিস্ফোরণে মহিলা মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার মৃতের স্বামী গফুর মণ্ডল। শনিবার তাঁকে বহরমপুর সিজেএম কোর্টে তোলা হলে বিচারক সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। শুক্রবার দুপুরে আচমকাই বিস্ফোরণে কেঁপে ওঠে ডোমকলের ঘোড়ামারা গ্রাম। বাড়িতে মজুত বোমা ফেটে বিস্ফোরণ ঘটে।

Domkal Case আরও পড়ুনঃ ডোমকলে ভয়াবহ ঘটনা, মনে করাচ্ছে খাগড়াগড়?

গুরুতর আহত অবস্থায় ছিদ্দাতন খাতুনকে ডোমকল মহকুমা হাসপাতালে Domkal Super Speciality Hospital  নিয়ে যায়। সেখানে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় গ্রেপ্তার করা হয় মৃতের স্বামী গফুর মণ্ডলকে। শনিবার তাঁকে সাত দিনের হেফাজতে চেয়ে পুলিশ বহরমপুর সিজেএম কোর্টে তোলা পাঠায়। বিচারক তাঁকে সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now