Domkal Awas তিন তলা বাড়ি, তাও নাম আবাসের তালিকায়! তালিকা প্রকাশ হতেই শোরগোল পড়েছে ডোমকলে। ডোমকলে আবাস প্রকল্পের সার্ভে হয়। প্রথম খসড়া তালিকায় ৫০ শতাংশের বেশী উপভোক্তার নাম বাদ গেলেও প্রাথমিকের খসড়া তালিকাই চমকে দিয়েছে। কী রয়েছে প্রাথমিক এই তালিকায়? দেখা যাচ্ছে, তিন তলা বাড়ি রয়েছে, তবুও তালিকায় নাম! এই তিন তলা অট্টালিকা ডোমকল ব্লকের ঘোড়ামারা অঞ্চলের এক বাসিন্দা রাকিবুল মণ্ডলের স্ত্রীর নামে। আর এই ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে তরজা। এখানেই শেষ নয়- তালিকায় খোদ রাকিবুল মণ্ডলের নামও ছিল যা প্রাথমিক তালিকায় বাদ যায় বলেও জানা যায়। তবে রয়ে গিয়েছে তাঁর স্ত্রীর নাম!
Domkal Awas প্রশ্ন উঠেছে সার্ভেয় এত বড় ভুল হল কীভাবে? অনিচ্ছাকৃত না পরিকল্পিত ভাবে এই কাণ্ড ঘটেছে! যেখানে যোগ্য হয়েও তালিকায় নাম না থাকার ভুঁড়ি ভুঁড়ি অভিযোগ উঠছে, সেখানে এই নজির কেন? তালিকায় নাম থাকা নিয়ে ঘোড়ামারার বাসিন্দা রাকিবুল মণ্ডল একপ্রকার অস্বস্তিতে। অভিযোগ উড়িয়ে তিনি জানান, ” ২০১৮ সালের সার্ভে হয়েছে, তখন কাঁচা বাড়ি ছিল। এখন পাকা বাড়ি। বাড়ি নিয়ে সার্ভে হলে পরিষ্কার ভাবে জানাই বাড়ির প্রয়োজন নেই!” তিনি আরও বলেন, ” ৩০ মিটার দূরে শ্বশুর বাড়ি। শ্বশুরের নামের বদলে স্ত্রীর নামে আবেদন হয়।”
Domkal Awas ডোমকলের বিডিও শঙ্খদ্বীপ দাস অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিচ্ছেন। তিনি বলেন, ” ডোমকল ব্লকে টার্গেট ছিল ৯,৪০০ । ব্লকের ৯ টি গ্রাম পঞ্চায়েতে মোট ৪০ টি টিম সার্ভের কাজ শুরু করে। পরবর্তীতে ২৭ শে নভেম্বর তালিকা প্রকাশ হয়। ৩ রা ডিসেম্বর অবধি অভাব, অভিযোগ থাকলে আবেদনের সময়সীমা ধার্য হয়।” কীভাবে এই গড়মিল হল? ব্লক প্রশাসনিক কর্তা জানান, ” খুব অল্প সময়ে কাজ শেষ হয়েছে। অনেক ক্ষেত্রে ভুল পথে পরিচালনা করাও হয়েছে। ভুল ভ্রান্তি থাকলে সেই আবেদনও জমা নেওয়া হচ্ছে”।