Domkal Arrest শালিমার স্টেশন থেকে পাকড়াও ডোমকলে আসামী ছিনিয়ে নেওয়ার ঘটনায় দুই অভিযুক্ত। গোপন সূত্রে খবর পেয়ে শালিমার স্টেশন থেকে গ্রেফতার করে জিআরপি। জানুয়ারির মাঝামাঝি অর্থাৎ ১৫ ই জানুয়ারি রাতে ডোমকলের রায়পুরে পুলিশকে মারধর করে আসামী ছিনতাই’এর অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় এবার দুই অভিযুক্তকে শালিমার স্টেশন থেকে গ্রেফতার করে নিয়ে এসেছে ডোমকল থানার পুলিশ।
Domkal Arrest আসামী সোহেল রানার বাবা মাসাবুল শেখ ও মা মলিনা বিবিকে শালিমার স্টেশনে ট্রেনে ওঠার আগে ডোমকল থানার পুলিশ আটক করে নিয়ে আসে বৃহস্পতিবার রাতে। শুক্রবার তাদের হেফাজতে চেয়ে বহরমপুর আদালতে তোলা হয়।
Domkal Arrest ডোমকলের “আসামী ছিনতাই” ঘটনার পাঁচ দিনের মাথায় পুলিশের জালে ধরা পড়ে সোহেল রাণা ওরফে রাণা সেখ। ১৫ ই জানুয়ারি রাতে একটি চুরির মামলায় অভিযুক্ত রাণা সেখকে নিয়ে আলীনগর গ্রামে অভিযানে যায় ডোমকল থানার Domkal Police Station পুলিশ। সেই সময় পুলিশের ওপর হামলা হয় বলে অভিযোগ। অভিযোগ, রাণা সেখকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তাঁর পরিবারের সদস্যরা। পালিয়ে যান রাণা সেখ। ১৯ তারিখ রাতে সেই রাণা সেখকেই গ্রেফতার করে পুলিশ।