Domkal arrest সুযোগ বুঝে হত ছিনতাই। ওত পেতে বসে থাকা গ্যাঙের সদস্যদের সফট টার্গেট ছিল বয়স্ক, মহিলারা ! ব্যাঙ্ক থেকে টাকা তুলে বাইরে বেরোলেই তাদের কাছ থেকে টাকা ছিনতাই করে চম্পট দিত তারা। এভাবেই দিনের পর দিন নানারকম ছক কষে চলত চুরি, ছিনতাই, প্রতারনার ঘটনা। অভিযোগ পেয়ে সরব হয় পুলিশ। শুরু হয় তন্দত। সাইবার প্রতারণার অভিযোগে পুলিশের জালে অবশেষে তিন কুখ্যাত অপরাধী। শুধু তাই নয় সাইবার প্রতারনার মাধ্যমেও চলতো অপরাধ। এমনই তিন কুখ্যাত গ্যাং এর সদস্যকে গ্রেপ্তার করল ডোমকল থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত সাহুল সিং, সেখ কালামুদ্দিন ও মানিক সিং উত্তর ২৪ পরগনার বাসিন্দা। এর আগে একাধিক থানা এলাকায় তাদের নাম নানা অপরাধের অভিযোগ রয়েছে, মামলা চলছে। ধৃতরা ৩০ থেকে ৪০ বছর বয়সী। বৃহস্পতিবার রাতে খড়্গপুর ও টিটাগড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয় এদের। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র , গুলি ও চাকু। ধৃতদের কাছ থেকে মোটর বাইকও বাজেয়াপ্ত করা হয়েছে। শুক্রবার ধৃতদের ১০ দিনের হেফাজত চেয়ে কোর্টে পাঠায় ডোমকল থানার পুলিশ। এই চক্রের সাথে আর কারা যুক্ত তা ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। আর কতদূর ছড়িয়ে এই অপরাধমূলক কাজ কর্মের জাল! তদন্তে পুলিশ।