Domkal accident চা খেয়ে আর ফেরা হল না বাড়ি! প্রৌঢ়ের এ কী পরিণতি

Published By: Imagine Desk | Published On:

Domkal accident  বাড়ি থেকে হাঁটাপথে একটি দোকানে চা খেতে গিয়েছিলান রোজকার মতোই। কিন্তু আর ফেরা হল না বাড়ি! ডোমকলের বাগডাঙ্গা এলাকায় দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের। রাস্তা পার হওয়ার সময় অ্যাম্বুলেন্সের ধাক্কায় মৃত্যু বলে দাবি স্থানীয়দের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাগডাঙ্গা মজুমদার পাড়ার বাসিন্দা বছর ৮৫র সলেমান সর্দার এদিন রাতে বাড়ি থেকে কিছুটা দূরে চায়ের দোকানে গিয়েছিলেন। চা খেয়ে পায়ে হেঁটেই বাড়ি ফিরছিলেন। পথে সামনের দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রন হারিয়ে তাঁকে ধাক্কা মারে। রাস্তায় লুটিয়ে পড়েন বৃদ্ধ। স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে ঘাতক অ্যাম্বুলেন্সে করেই আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

Domkal accident  মৃতের এক আত্মীয় গাজলু রহমান জানান, অ্যাম্বুলেন্সের গতিবেগ ছিল অত্যন্ত বেশী। নিয়ন্ত্রন হারিয়েই ধাক্কা দেয়। ঐ অ্যাম্বুলেন্স চালক হাসপাতাল অবধি এলেও চোখের আড়ালে চম্পট দেয়। দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যুতে কান্নায় ভেঙে পরেন পরিবারের সদস্যরা। পুলিশ মৃতদেহ ময়ানতদন্তের জন্য পাঠায়।