Domkal বন্ধুকে বাঁচাতে গিয়ে তলিয়ে গেল কিশোর

Published By: Imagine Desk | Published On:

Domkal  ডোমকলে বন্ধুলে বাঁচাতে গিয়ে  জলে ডুবে মৃত্যু হল সপ্তম শ্রেণীর এক ছাত্রের। প্রায় ২ ঘণ্টা পর জল থেকে উদ্ধার করা হলেও শেষরক্ষা হয়নি। জানা গিয়েছে রবিবার দুপুরে ডোমকলের বঘারপুর রমনা এলাকার শিয়ালমারী Sialmari নদীতে স্নান করতে গিয়েছিল বেশ কয়েকজন বন্ধু। সেই সময় এক বন্ধুকে বাঁচাতে গিয়ে তলিয়ে যায় সপ্তম শ্রেনীর ছাত্র। স্থানীয়রা তাকে উদ্ধার নামে। প্রায় ঘণ্টা দুয়েক পর উদ্ধার হয় ঐ ছাত্রের নিথর দেহ।

Domkal  রবিবার দুপুরে মুর্শিদাবাদের ডোমকলের বঘারপুর রমনা এলাকার শিয়ালমারী নদীতে এই ঘটনা ঘটে ।

মৃত  কিশোরের নাম মারুফ মিঞা (১৩)। স্থানীয় সূত্রে জানাগেছে, রবিবারের দিন স্কুল ছুটি থাকায় চার বন্ধুরা মিলে স্নান করার নামে নদীতে খেলা করছিল । হঠাৎ করেই তাদের মধ্যে কয়েকজন ডুবে যাচ্ছিল। এক বন্ধুকে বাঁচাতে নামে মারুফও। দূর থেকে কিশোরের ডুবে যাওয়া দেখে  একজন তলিয়ে যেতে থাকলে পাট ছাড়ানোর কাজ ফেলে দ্রুত উদ্ধার করতে সহায়তা করে স্থানীয় এক  ব্যাক্তিও । যদিও ২ জনকে উদ্ধার করা গেলেও মারুফকে উদ্ধার করা যায় নি।  ঘন্টা খানেক পর সকলকে উদ্ধার করা হলেও তাঁর মরদেহ    উদ্ধার করে স্থানীয়রা ।

Domkal  ঘটনার পর ঘটনাস্থলে পৌছায় ডোমকল থানার Domkal Police Station   পুলিশ বাহিনী। পুলিশ দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেই চিকিৎসক মৃত ঘোষণা করেন। কিশোরের মা নিলোফা বিবি জানিয়েছেন , মানা করা সত্তেও পাড়ার বন্ধুদের সাথে নদীতে স্নান করতে যেত। কিন্তু রবিবার ঘটে যায় অঘটন।