Dolchut Exhibition দলছুট ছবি নিয়ে প্রদর্শনী বহরমপুরে

Published By: Imagine Desk | Published On:

Dolchut Exhibition  তাঁদের কারও পেশা নয় ফটোগ্রাফি। তাও তুলেছেন ছবি। পেশার সমান্তরালে থেকে যাওয়া শিল্পের নেশা জন্ম দিয়েছে চমৎকার সব ছবির। সেইসব ছবি নিয়েই সোমবার বিশ্ব ফটোগ্রাফি দিবসে  World Photography Day মুর্শিদাবাদের Murshidabad  বহরমপুরে শুরু হল দলছুটের ছবি উৎসব । বহরমপুরের শিল্পতীর্থে    ৪০ জনের ছবি রয়েছে দলছুটের ছবি উৎসবে। প্রদর্শনী চলবে ২১ আগস্ট অবধি ।

দলছুটের সম্পাদক দীপান্বীতা রায় জানান, ,  যারা প্রাত্যহিক কর্মব্যস্ততা এবং সাংসারিক দায়বদ্ধতার  ঘেরাটোপ পেরিয়েও সামান্য অবসরের ফাঁক ফোকরে ক্যামেরা কাঁধে বেড়িয়ে পড়তে পারে অবলীলায়, আর লেন্স তাক করে আলগোছে কুড়িয়ে নিতে জানে খুচরো মুহুর্তদের হিরকদ্যুতি । মাঝরাত্রি কিংবা ভোররাত্রির আলস্য কোনোটাই তাঁদের  আটকে রাখতে পারে না। তাঁদের ছবি নিয়েই এই প্রদর্শনী। উদ্যোক্ত্যরা আরও জানান, মোবাইল ত্যাগ করা আধুনিক সমাজে অসম্ভব। কিন্তু প্রয়োজনীয়তার গণ্ডী পেরিয়ে মোবাইল শুধু বদ অভ্যেসের সময় অপচয় নয়,আপন নিয়ন্ত্রণে তা শিল্পের মাধ্যমও।  উদ্যোক্তা  সোমনাথ চৌধুরী জানান, অস্থির সময়ের মধ্যেও কিছুটা প্রাণের আরাম দেবে এই ছবির প্রদর্শনী।