Dog News বহরমপুরে কুকুরদের জন্য জাস্টিস চেয়ে ফের মিছিল। রবিবার সন্ধ্যায় মিছিল থেকে স্লোগান উঠল ” Justice For Dogs”, ” No Dogs, No Vote” । পথ কুকুরদের নিয়ে সুপ্রিম কোর্টের রায় নিয়ে প্রশ্ন তুলে বহরমপুরে পথে নামে পশ্চিমবঙ্গ পশুপ্রেমী নাগরিকবৃন্দ। টেক্সটাইল মোড় থেকে শুরু হওয়া মিছিল বহরমপুর লালদিঘী মোড় হয়ে শহর পরিক্রম করে। পথ কুকুরদের নিয়ে সচেতন হওয়ার আহ্বান জানানো হয় মিছিল থেকে।
আরও পড়ুনঃ বোলপুরে তিন মাসে মৃত্যু ডজন খানেক পথ কুকুরের
Dog News কী দাবী পশুপ্রেমীদের ?
Dog News আন্দোলনকারীরা বলেন, আমরা আদালতের বিরুদ্ধে নয়। এই নিষ্ঠুর আইনের বিরুদ্ধে। মিছিল থেকে শিক্ষিকা জ্যোৎস্না বিশ্বাস বলেছেন, ” আমাদের দেশে বা রাজ্যে সেই রকম কোন ব্যবস্থা নেই যেখানে এই কুকুরদের ভ্যাক্সিনেশন দিয়ে শেল্টারে সরিয়ে রাখা যায়। তাহলে এই লক্ষ লক্ষ কুকুরদের কোথায় রাখা হবে ? এই অবলা পশুদের উপর কত অত্যাচার হচ্ছে প্রতিদিন তার সমীক্ষাও করা উচিৎ” ।

তিনি আরও বলেন, ” সুপ্রিম কোর্টের বিচারপতিদের কাছে আমাদের আবেদন এই রায় আপনারা বাতিল করুন। আগে প্রতিটা রাজ্যে কুকুরদের জন্য শেল্টারের ব্যবস্থা করুন। আগে থাকা খাওয়ার সুব্যবস্থা করুন তারপর ওদের পথ থেকে তোলার ব্যবস্থা করুন” ।
Dog News সেখানে বলা হয়েছে হাসপাতাল, বাসস্ট্যান্ড , রেলস্টেশন থেকে সরিয়ে ফেলতে হবে পথ কুকুরদের । রেখে আসতে হবে পশু আশ্রয় কেন্দ্রে। এরই প্রতিবাদে রবিবার বহরমপুরে মিছিল করল পশুপ্রেমী নাগরিকবৃন্দ। এদিন সন্ধ্যায় বহরমপুরের চৌতারা থেকে শুরু হয় মিছিল। বহরমপুর শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে এই মিছিল। মিছিল শেষে বহরমপুর টেক্সস্টাইল কলেজ মোড়ে হয় সভাও। এর আগে ১৬ নভেম্বরও বহরমপুরে মিছিল হয়।















