দেবনীল সরকারঃ রাজ্যজুড়ে বাড়ছে ডেঙ্গির প্রাদুর্ভাব । আক্রান্ত হচ্ছেন বহু মানুষ। ইতিমধ্যেই ডেঙ্গি নিয়ে কপালে চিন্তার ভাঁজ পড়েছে চিকিৎসকদের । ডেঙ্গি রুখতে জমা জল থেকে সাবধান থাকতে বলছেন চিকিৎসকরা । বাড়ির আনাতে কানাচে কোথাও কোনো জমা জল বা আবর্জনা স্তূপ না জমা করতে নির্দেশ দিচ্ছেন বিশেষজ্ঞরা । রাজ্যের পাশাপাশি জেলার অবস্থা এখনো কিছুটা স্বাভাবিক হলেও পর্যাপ্ত পরিমাণে বর্ষা হলে পরিস্থিতি ঠিক কোন দিকে এগোবে তা এখনো অনুমান করতে পারছেন না চিকিৎসকেরা। স্বাস্থ্য দপ্তর সুত্রে জানা গিয়েছে এখনো পর্যন্ত মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ জন রোগী ভর্তি রয়েছেন । মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল ডক্টর অমিত দান বলেন, আমরা সকলকে মশারি টাঙিয়ে ঘুমোনোর অনুরোধ করছে। আশেপাশে জল জমতে দেবেন না। জ্বর হলে নিকটবর্তী হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে চলে আসুন”।