অবনীশকে মনে রেখে বহরমপুরে রক্ত দিলেন সাংস্কৃতিক কর্মীরাঃ ডক্টরস ডে

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ সাংস্কৃতিক ব্যক্তিত্ব অবনীশ চন্দ্র সিনহার স্মরণে চিকিৎসক দিবসে রক্তদান শিবিরের আয়োজন করল বহরমপুর সম্মিলিত সাংস্কৃতিক সংস্থাগুলি । শুক্রবার বহরমপুর রবীন্দ্র সদনে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সাংস্কৃতিক কর্মকান্ডের পাশাপাশি রক্তদান আন্দোলনের সাথে যুক্ত ছিলেন অবনীশ সিনহা। আগের বছর ৬ জুন রক্ত সংকট মেটাতে অবনীশ চন্দ্র সিনহার উদ্যেগে প্রথম সাংস্কৃতিক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল । আগামী দিনে এই দিনেই চলবে রক্তদান শিবির বলে জানান আয়োজকেরা। সাংস্কৃতিক কর্মী সোমনাথ সিংহ জানান, প্রতি বছর চিকিৎসক দিবসে রক্তদান শিবির করবে সাংস্কৃতিক কর্মীরা।
এদিন শহরের সাংস্কৃতিক কর্মী ও শিল্পীরা রক্তদান করেন। এদিন শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করেন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের এমএসভিপি ডাঃ অমিয় কুমার বেরা। সাংস্কৃতিক কর্মীদের এই উদ্যোগকে সাধুবাদ জানান তিনি।