করোনার দ্বিতীয় ঢেউ প্রাণ কেড়েছে ৭৯৮ জন চিকিৎসকের। ২৫ জুন এই তথ্য জানিয়েছে IMA- Indian Medical Association । এর মধ্যে ১২৮ জনেরই মৃত্যু হয়েছে দেশের রাজধানী দিল্লীতে। পশ্চিমবঙ্গে মৃত্যু হয়েছে ৬২ জন চিকিৎসকের। এই পরিস্থিতিতে সকলে কোভিড প্রটোকল মেনে চলার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। করোনার মোকাবিলায় সকলের সামনে থেকে লড়াই চালিয়েছেন চিকিৎসকরা। জীবনের ঝুঁকি নিয়ে পাশে থেকেছেন রোগীদের। প্রাণ ফিরে পেয়েছেন লক্ষ লক্ষ মানুষ। প্রাণ হারিয়েছেন ৭৯৮ জন চিকিৎসক। চিকিৎসকদের এই বলিদান ব্যর্থ হতে দেবেন না। চিকিৎসক দিবসে আবেদন জানাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা।
দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৪৫,৯৫১ ।ভারতে চিকিৎসাধীন সংক্রমিতের সংখ্যা নিম্নমুখী । এই সংখ্যা আরো কমে হয়েছে ৫,৩৭,০৬৪। এই মুহূর্তে দেশে মোট সংক্রমিতের মাত্র ১.৭৭% চিকিৎসাধীন। সারা দেশে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২ কোটি ৯৪ লক্ষ ২৭হাজার ৩৩০ জন। গত চব্বিশ ঘন্টায় আরোগ্য লাভ করেছেন ৬০,৭২৯ জন। পর পর ৪৮ দিন নতুন করে সংক্রমিতের থেকে সুস্থ হয়ে ওঠার সংখ্যা বেশী। কোভিড মুক্ত হওয়ার হার বেড়ে হয়েছে ৯৬.৯২%। সাপ্তাহিক সংক্রমিতের হার ৫ শতাংশের নিচে রয়েছে, বর্তমানে ২.৬৯%। পরপর ২৩ দিন দৈনিক সংক্রমিতের হার ৫%র কম౼আজ এই হার ২.৩৪%। নমুনা পরীক্ষার ক্ষমতা বেড়েছে, মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪১ কোটি ০১ লক্ষ। চিকিৎসকদের পরিশ্রমই এই সাফল্যের পিছনে আছে বলে স্বীকার করছেন সমাজকর্মী থেকে রাজনৈতিক নেতারাও।