কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে সামনের সারিতে চিকিৎসকরা। চিকিৎসক দিবসে কার্টুক একে চিকিৎসকদের সম্মান জানালেন তরুণ কার্টুনিস্ট । MAli’s– নামের ফেসবুক পেজে প্রকাশিত হয়েছে এই কার্টুন। কার্টুনের নাম Evolution of warrior অর্থাৎ যোদ্ধার বিবর্তন। আদিম যুগ থেকে বিভিন্ন অস্ত্র নিয়ে আঁকা হয়েছে যোধাদের। কিন্তু সব থেকে আধুনিক স্তরে আছেন এক চিকিৎসক ।বন্ধুকের থেকেও ডাক্তারের অস্ত্র ইনজেকশনই বেশি আধুনিক এবং শক্তিশালী। , জানান দিচ্ছে কার্টুন।
বছর ৩৫ এর মাহফুজ আলি এই কার্টুন এঁকেছেন। পেশায় ল্যাণ্ডস্কেপ আর্কিটেক্ট মাহফুজ নদীয়ার ছেলে, যদিও বর্তমানে কর্মসূত্রে অস্ট্রেলিয়ায় থাকেন। আরকে নারায়ণের কার্টুনের ভক্ত এই যুবক নিজেই শিখে নিয়েছেন কার্টুন আঁকা। MAli’s– নামের ফেসবুক পেজে বহু কাজ ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। এই ভাবে চিকিৎসকদের সম্মান জানানোয় ফের প্রশংসিত শিল্পী।
ঋণঃ MAli’s– ফেসবুক পেজ।