DM Visits Murshidabad Medical মুর্শিদাবাদ জেলা শাসকের দায়িত্বভার গ্রহণের পরেই মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল Murshidabad Medical College & Hospital নিয়ে সোমবার বৈঠক করলেন মুর্শিদাবাদ জেলা শাসক নিতিন সিংহানিয়া Sh. Nitin Singhania, IAS । স্বাস্থ্য পরিষেবা থেকে বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয়, একাধিক বিষয় নিয়ে এমএসভিপির অফিসে বৈঠক করলেন মুর্শিদাবাদের নতুন জেলা শাসক।

আরও পড়ুন–
Murshidabad DM দায়িত্ব নিলেন মুর্শিদাবাদে নতুন জেলা শাসক
DM Visits Murshidabad Medical এদিনের বৈঠকে ছিলেন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল তথা এমএসভিপি ডাঃ অনাদি রায় চৌধুরী, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সন্দীপ সান্যাল, অতিরিক্ত জেলা শাসক ( হেলথ ) চিরন্তন প্রামাণিক, বহরমপুরের মহকুমা শাসক শুভঙ্কর রায়, বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখার্জি ও মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগীয় প্রধান ও অন্যান্য আধিকারিকেরা। বৈঠকের পর জেলা শাসক মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। ব্লাড ব্যাঙ্ক নিয়ে কিছু সুনির্দিষ্ট অভিযোগ থাকায় প্রথমেই সেখানে যান, তারপর ওয়ার্ডের ভেতরে গিয়ে চিকিৎসা পরিষেবা নিয়ে রোগীদের সাথেও কথা বলেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হন মুর্শিদাবাদ জেলা শাসক নিতিন সিংহানিয়া।

DM Murshidabad মুর্শিদাবাদে নতুন জেলা শাসক কে ?
DM Visits Murshidabad Medical মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে কী দেখলেন DM? বৈঠক, পরিদর্শন নিয়ে কী জানালেন?

DM Visits Murshidabad Medical বৈঠক ও পরিদর্শন শেষে জেলা শাসক নিতিন সিংহানিয়া জানান, বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের সাথে বৈঠক হয়েছে। বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় সাধনের ক্ষেত্রে নানান বিষয় খতিয়ে দেখা হল। দ্রুত গতিতে এবং গুনগত মান বজায় রেখে যাতে কাজ হয়, স্বাস্থ্য পরিকাঠামো, স্বাস্থ্য পরিষেবার যাতে আরও উন্নতি হয় তার জন্য স্বাস্থ্য ভবনকেও জানানো হচ্ছে । বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখা হয়, বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হয়েছে। নজরে রয়েছে ব্লাড ব্যাঙ্কের সমস্যা, নার্সিংহোম। সবই নজরদারি করা হবে।









