এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

DM Visits Jangipur Hospital জঙ্গিপুর হাসপাতাল নিয়ে কড়া হুঁশিয়ারি জেলা শাসকের, দিলেন ‘ওয়ার্নিং’

Published on: November 5, 2025
DM Visits Jangipur Hospital

DM Visits Jangipur Hospital  চলতি সপ্তাহে সোমবার মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল নিয়ে বৈঠক করেছিলেন।  আর এবার জঙ্গিপুর হাসপাতাল নিয়ে বৈঠক করলেন মুর্শিদাবাদের নতুন জেলা শাসক নিতিন সিংহানিয়া Sh. Nitin Singhania, IAS  । বুধবার জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতাল ভবনে বৈঠক করেন জেলা শাসক। বৈঠকে ছিলেন অতিরক্ত জেলা শাসক (স্বাস্থ্য) চিরন্তন প্রামাণিক, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সন্দীপ সান্যাল,  জঙ্গিপুর হাসপাতালের সুপার কাশীনাথ পাঁজা, জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান, জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন।  বৈঠকে উপস্থিত ছিলেন হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মীরাও।

জঙ্গিপুর হাসপাতাল নিয়ে বৈঠকে জেলা শাসক

 

আরও পড়ুন –

DM Visits Murshidabad Medical মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ নিয়ে বৈঠক নতুন জেলা শাসকের, ঘুরে দেখলেন বিভিন্ন ওয়ার্ড

 

DM Visits Jangipur Hospital  বৈঠক সেরেই  জেলা শাসক ঘুরে দেখেন জঙ্গিপুর মহকুমা হাসপাতালের জরুরী বিভাগ সহ বিভিন্ন ওয়ার্ড।  কী দেখলেন হাসপাতাল ঘুরে? পরিদর্শনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কার্যত অসন্তোষ প্রকাশ করেন  জেলা শাসক। চিকিৎসায় গাফিলতির অভিযোগ নিয়েও কড়া হুঁশিয়ারি দিলেন।

বৈঠকে স্বাস্থ্য কর্মীরা

 

আরও পড়ুন –

Murshidabad DM দায়িত্ব নিলেন মুর্শিদাবাদে নতুন জেলা শাসক

 

DM Visits Jangipur Hospital জঙ্গিপুর হাসপাতাল ঘুরে ‘ওয়ার্নিং’ DM এর!

DM Visits Jangipur Hospital  মুর্শিদাবাদ জেলা শাসক নিতিন সিংহানিয়া এদিন বলেন, ” আমি মুর্শিদাবাদ জেলা নতুন জয়েন করেছি এবং জঙ্গিপুর সাব ডিভিশানাল হসপিটাল , সুপার স্পেশালিটি হসপিটাল আজকে ভিজিট করা হচ্ছে। পুরো ডিটেইল ইন্সপেকশন এবং রিভিউ করা হয়েছে প্রত্যেক ডক্টরের সঙ্গে যাতে পেশেন্ট সার্ভিসেস, মেডিক্যাল সার্ভিসেস আরও ইম্প্রুভ করা যায় সে ব্যাপারে সবাইকে বলা হয়েছে। কিছু কিছু আমরা এখানে দেখতে পাচ্ছি কোন কোন ডক্টরস এবং কোন কোন যারা মেডিক্যাল স্টাফ আছেন তাদের গাফিলতি আছে কিছু কিছু। তাদেরকে ওয়ার্নিং দেওয়া হয়েছে। একটা সময় দেওয়া হয়েছে। সেটা না করলে অ্যাকশন নেওয়া হবে।

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now