এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

DM Visit Rejinagar: রেজিনগর শিল্প তালুক পরিদর্শন জেলাশাসকের, আশায় বণিকসভা

Published on: December 9, 2025
DM Visit Rejinagar

DM Visit Rejinagar রেজিনগর এখন সবার নজরে। হুমায়ুন কবিরের (Humayun Kabir) বাবরি মসজিদের শিলান্যাস ঘিরে খবরের শিরোনামে রেজিনগর। ঘটনাচক্রে এক সময় দেশের অর্থনীতির অন্যতম প্রাণকেন্দ্র মুর্শিদাবাদ (Murshidabad) জেলায় এখন একমাত্র সলতে রেজিনগরের শিল্পতালুক। জেলার একমাত্র ঘোষণা করা শিল্প তালুক। সেখানে একমাত্র স্টিল কারখানা ছাড়া এখন আর কিছু নেই। বারবার তা নিয়ে প্রশ্ন উঠেছে। মুর্শিদাবাদ জেলা চেম্বার অফ কমার্সের পক্ষ থেকেও দাবি তোলা হয়েছে। মঙ্গলবার রেজিনগর শিল্পতালুক পরিদর্শন করলেন জেলাশাসক নীতিন সিংহানিয়া (DM Nitin Singhaniya)। সেই পরিদর্শনের পর শিল্পের সম্ভাবনা দেখছেন বলে জানিয়েছেন মুর্শিদাবাদ জেলার বণিকসভার সাধারণ সম্পাদক স্বপন ভট্টাচার্য।

আরও পড়ুনঃ Murshidabad Khadi Mela গ্রামবাংলার ঐতিহ্য বাঁশ- বেত ফিরে ফিরে আসে মেলায়, বাড়ে কদরও

DM Visit Rejinagar জেলাশাসক নীতিন সিংহানিয়া বলেন,কী করে এটাকে আরও উন্নতমানের করতে পারি তা নিয়ে পরিদর্শন হয়েছে। শীঘ্রই বিভাগ থেকেও পরিদর্শন হবে। শিল্পের জন্যে যেসব পরিকাঠামো প্রয়োজন, অতিরিক্ত পরিকাঠামোর জন্যে যা প্রয়োজন সেটার জন্যে ‘ইন্সপেকশন’ ইতিমধ্যে হয়েছে। ‘এস্টিমেটসগুলো’ তৈরি করা হয়েছে। আমরা আশা রাখছি আরও বেশি শিল্প মুর্শিদাবাদ জেলায় আসবে। জেলায় অর্থনৈতিক সশক্তিকরণ আরও বেশি করে হবে। এদিন জেলাশাসক ছাড়াও অতিরিক্ত জেলাশাসক পি প্রমোদ, বণিকসভার প্রতিনিধি, অন্য সরকারি আধিকারিকরা ছিলেন।

DM Visit Rejinagar

DM Visit Rejinagar মুর্শিদাবাদ জেলার বণিকসভার সাধারণ সম্পাদক আরও বলেন, রেজিনগর শিল্পতালুক বামফ্রন্ট আমলে তৈরি হয়েছিল। জাতীয় সড়কের উপরে অত সুন্দর একটি জায়গা। কয়েকটি ছাড়া বাকি জায়গা পড়ে আছে। আমরা অনেকদিন ধরেই বলছি, আপনারা এখানে এসে শিল্প করুন। একসময় এটা দেড় লাখ টাকা কাঠা ছিল। বর্তমান মুখ্যমন্ত্রীকে বলে এখন ৭৫ হাজার টাকা কাঠা করা হয়েছে। যারা ৩০ কাঠার উপরে জায়গা নেবে তাদের ৭৫ হাজার টাকা কাঠা। যারা ৩০ কাঠার মধ্যে নেবে তাদের ১ লাখ ৫ হাজার টাকা কাঠা। ৩০ শতাংশ ও ৫০ শতাংশ ছাড় দিয়ে এটা করা হয়েছে। এতো কম দামে এতো সুন্দর ব্যবস্থাপনার মধ্যে যেমন বিদ্যুৎ আছে, জল আছে। আমরা চাই এখানে উদ্যোগপতিরা আসুক শিল্প করতে। একটা সময় এখানে যারা শিল্প করতে আসতেন বা জায়গা নিতে এসেছেন বিভিন্ন রকমের বাধা বিপত্তি ছিল। বিভিন্ন সময়ে বৈঠকে বিধানসভার যে কমিটি আছে তাদের কাছেও আমরা তুলে ধরেছিলাম। আগে যা বাধা ছিল। এখন বর্তমানে তা নেই। আমরা সহযোগিতা করবো। এদিন তিনি ইঙ্গিত দেন, বড় কোনও উদ্যোগপতি বিনিয়োগ করতে আগ্রহী।

 

DM Visit Rejinagar

DM Visit Rejinagar  রেশম শিল্প বিশ্বের বিভিন্ন দেশে ব্যবসা করত

DM Visit Rejinagar জেলার রেশম শিল্প বিশ্বের বিভিন্ন দেশে ব্যবসা করত। এছাড়া একসময় ব্রিটিশরা এই ব্যবসার টানে নোঙর গেড়েছিল মুর্শিদাবাদে। নবাবি আমলের স্ম্রিতিবাহী মুর্শিদাবাদে এখন খরা কাটিয়ে শিল্পে প্রাণ সঞ্চার হবে? সেদিকেই তাকিয়ে বণিক মহল। তাকিয়ে এই জেলার বেকার যুবক যুবতীরা। বেকারত্বের জন্যে ঝুঁকির পরিযায়ী শ্রমিকের কাজ করছেন লক্ষ লক্ষ যুবক।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now