Murshidabad DM Visits মার্চে জেলা সুইমিং পুল চালুর ‘ডেডলাইন’ জেলাশাসকের
Murshidabad DM Visits প্রতীক্ষার অবসান? অবশেষে অত্যাধুনিক জেলা সুইমিং পুলে (Murshidabad District Swimming Pool) আগামী মার্চ থেকে সাঁতার কাটতে দেখা যেতে পারে বহরমপুরবাসীকে। মঙ্গলবার মুর্শিদাবাদ (Murshidabad) জেলা সুইমিং এ্যাসোসিয়েশন পরিদর্শন করলেন জেলাশাসক নীতিন সিংহানিয়া। সেখানে আগামী মার্চের জন্যে ‘ডেডলাইন’ বেঁধে দিলেন তিনি। একই সঙ্গে পুলে সাঁতারুদের সুরক্ষা এবং নিরাপত্তায় জোর দিতে বললেন।

আরও পড়ুনঃ Murshidabad CBSE Schools : বহরমপুর মুখরিত ইংরেজি মাধ্যম স্কুলের ‘সহদয়া’র অনুষ্ঠানে
কী বললেন জেলাশাসক?
Murshidabad DM Visits বহরমপুরে সুইমিং পুল চত্বর পরিদর্শনের পরে সংবাদমাধ্যমকে জেলাশাসক বলেন, ‘বহরমপুর শহরে একটা সুইমিং পুল তৈরি হচ্ছে। তার কাজ প্রায় ৯৫ শতাংশ সম্পূর্ণ। যে কাজগুলি বাকি আছে তার কাজের পরিকল্পনা করছি শীঘ্রই। মার্চ মাস থেকে যাতে এটা চালু করে যায়, মুর্শিদাবাদের মানুষ যাতে এর সুবিধার লাভ নিতে পারেন তার প্রচেষ্টা আজ থেকে করা হচ্ছে।’ যে সমস্যা রয়েছে সেগুলি সমাধান করার জন্যে এদিন কথা হয়েছে বলে জানান তিনি। কেন চালু করা যাচ্ছে না সেসব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জেলাশাসক পদাধিকারবলে এই এ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। তিনি এই এসোসিয়েশন নিয়ে কমিটির সঙ্গে কথা বলেন। সেখানে এই পুল পরিচালনার জন্যে সমন্বয় কমিটির তালিকাও চেয়েছেন জেলাশাসক। সেখানে কী কী সমস্যা রয়েছে এদিন তা জানতে চান। কী কী করা দরকার তাও জানতে চান জেলাশাসক। দুসপ্তাহের মধ্যে ফের এটা নিয়ে বৈঠক হবে।
Murshidabad DM Visits ১৯৪৩ সালে শুরু। এই সুইমিং এ্যাসোসিয়েশনের সঙ্গে অনেক নামী সাঁতারু জড়িয়েছিলেন। সে জঙ্গীপুর থেকে ৮১ কিমি লম্বা সাঁতার বা জিয়াগঞ্জ থেকে ১৯ কিমি সাঁতার পরিচালনা করে। তবে বারবার উদ্যোগ নিয়েও চালু করা যায়নি এই সুইমিং পুল। এবার আশার আলো দেখছেন সুইমিং এ্যাসোসিয়েশনের সঙ্গে জড়িয়ে থাকা কর্মকর্তারা।
সেখানে জায়গা দখল হয়ে যাওয়া, বিষধর সাপের সমস্যা, ছোট লালদিঘি নামে পরিচিত পুকুর সহ বিভিন্ন সমস্যা তুলে ধরা হয়। কোথায় কী পরিকাঠামো করতে হবে সেগুলি খতিয়ে দেখেন জেলাশাসক। তিনি বৈঠকে আশ্বাস দেন, জেলজুড়ে সাঁতারকে এগিয়ে নিয়ে যেতে হবে। যা প্রয়োজন হবে করবো।

Murshidabad DM Visits বৈঠকে ছিলেন হরিহরপাড়ার তৃণমূল বিধায়ক নিয়ামত সেখ, যিনি এই এ্যাসোসিয়েশনের মুখ্য উপদেষ্টা, জেলা পরিকল্পনা আধিকারিক জয়শ্রী গারোয়াল।
এ্যাসোসিয়েশনে সম্পাদক দেবেন্দ্রনাথ দাস বলেন, এখানে আবর্জনার স্তূপ করে দিয়েছে সেচ থেকে। জেলাশাসক দ্রুত তা সরিয়ে পরিষ্কার করতে বললেন। বিধায়ক নিয়ামত সেখ বলেন, সুইমিং নিয়ে যে সমস্যা আগে হয়েছিল তার সমাধান করবার জন্যে যা করবার জেলাশাসক করবেন। রাতের অন্ধকারে কেও যদি দখল করে সেগুলি চলবে না। দখলদারি বৈধ হওয়া চাই। এখানে অবৈধভাবে দখল করা হয়েছে। অন্যায় করেছে। পরিষ্কার করতে বললেন জেলাশাসক। দুসপ্তাহের মধ্যা ফের তিনি এই নিয়ে বৈঠক করবেন।
Murshidabad DM Visits দেবেন্দ্রনাথ দাস আরও বলেন, আমরা যেমন লম্বা সাঁতারে বিখ্যাত হয়েছি। তেমনি ছোট সাঁতারেও এখানকার প্রতিভাবাবান ছেলে মেয়েরা রাজ্য ও জাতীয় স্তরে যেতে পারে। তিনি কথা দিলেন তাড়াতাড়ি মার্চের মধ্যে এটাকে সম্পূর্ণ করবেন। ২০ দিনের মধ্যে আমরা বিস্তারিত জমা দেব। তহবিল জোগাড় করে উনি তাড়াতাড়ি করবেন। এখানে ডাইভিং, ওয়াটার পোলোর বিষয়েও বলেছি। উনি বললেন যদি করা যায় করা যাবে। সুইমিং আসোসিয়েশনকে নিয়ে একটা কমিটি করে এটাকে পরিচালনা করবেন বললেন।
আরও পড়ুনঃ Sheikh Hasina: হাসিনার ফাঁসির রায়, চিন্তা বাড়ছে মুর্শিদাবাদ সীমান্তে
Murshidabad DM Visits এই বিষয়ে জেলা সুইমিং এ্যাসোসিয়েশনের কার্যকরী সদস্য জগন্ময় চক্রবর্তী বলেন, ১৯৭৩ সালে মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ রায়ের আমলে এর ভিত্তি প্রস্তর স্থাপন হয়। এরপর ২০০৩ সালে উদবোধনের দিন ভেঙে পড়ার ঘটনা ঘটে। ২০১৯ সাল থেকে নতুন করে উদ্যোগ নেওয়া হয়। দীর্ঘ দিনের দাবি ছিল। জেলাশাসক এদিন মার্চের ডেডলাইন বেঁধে দিলেন। একটি সমন্বয় কমিটি করতে বলছেন এটা পরিচালনার জন্যে।

Murshidabad DM Visits তবে পরিকাঠামো নির্মাণে বেশ কিছু ত্রুটি সামনে এসেছে পুলের দীর্ঘ প্রস্থ, দিক নির্ণয় যেভাবে করা হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে।















