DM Murshidabad মুর্শিদাবাদের নতুন জেলা শাসক হচ্ছেন শ্রী নিতিন সিংহানিয়া, আইএএস Sh. Nitin Singhania, IAS । মালদা জেলার জেলা শাসক ছিলেন তিনি। ডাব্লবিসিএস এবং ইউপিএসসি পরীক্ষার পরীক্ষার্থীদের কাছে তিনি একটি পরিচিত নাম। তিনি ২০১৩ ব্যাচের আইএসএস। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রেসিডেন্সি কলেজ থেকে অর্থনীতিতে স্নাস্তক হন তিনি। এরপর হওয়ার পর Applied Economics বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। আইএসএস হওয়ার আগে চাকরি করেছে কোল ইন্ডিয়ায়। মালদার জেলা শাসক হওয়ার আগে তিনি পূর্ব বর্ধমান জেলায় এসডিও হিসেবে দায়িত্ব পালন করেছেন। ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রকে অ্যাসিসটেন্ট সেক্রেটারি এবং বর্ধমানে অ্যাসিসটেন্ট কালেক্টর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
মুর্শিদাবাদের জেলা শাসক ছিলেন রাজর্ষি মিত্র। হিডকোর ম্যানেজিং ডিরেক্টর হচ্ছেন তিনি।
